shono
Advertisement
Shubhman Gill

বিশেষ বৈঠকে গম্ভীর-গিল! 'উপেক্ষিত' বুমরাহকে সামলাতে কী স্ট্র্যাটেজি 'ভাবী অধিনায়কের'?

বুমরাহকে অধিনায়ক না করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতীয় দলের ড্রেসিংরুমে, বলছে বিশ্লেষক মহল।
Published By: Anwesha AdhikaryPosted: 10:40 AM May 16, 2025Updated: 10:46 AM May 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের পরবর্তী অধিনায়ক হিসাবে এখনও নিশ্চিত নন শুভমান গিল! সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটের অত্যন্ত প্রভাবশালী মহলের একাংশ মোটেই গিলকে আচমকা অধিনায়ক করে দেওয়ার পক্ষপাতী নন। ফলে এখনও সম্ভাবনা রয়েছে, নেতৃত্বের তাজ পরানো হতে পারে জশপ্রীত বুমরাহকেও। এহেন পরিস্থিতিতে শোনা যাচ্ছে, গিলের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন হেডকোচ গৌতম গম্ভীর।

Advertisement

চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন করবে বিসিসিআই। তার আগেই চলছে অধিনায়ক নির্বাচন নিয়ে 'নাটক'। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে নেতৃত্ব দেওয়ার মাঝেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন বুমরাহ। তারপর দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে থাকতে হয় তাঁকে। এই ঘটনার পর থেকেই ক্রিকেটমহলের প্রশ্ন, ইংল্যান্ডে টানা পাঁচটি টেস্টে কি আদৌ খেলতে পারবেন বুমরাহ? সেটা যদি না পারেন তাহলে তাঁকে অধিনায়ক করে সমস্যা বাড়বে।

এই যুক্তি থেকেই আগামী দিনের অধিনায়ক হিসাবে উঠে এসেছিল গিলের নাম। কিন্তু ২৫ বছর বয়সি ব্যাটার এখনই নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছে ক্রিকেটমহল। একাধিক ক্রিকেটবোদ্ধা প্রশ্ন তুলেছেন গিলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে। ভারতীয় ক্রিকেটের প্রভাবশালীদের অনেকেও সেটাই মনে করেন। তাই গিলের নেতৃত্ব পাওয়াটা খুব একটা সহজ হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এই প্রভাবশালীদের মতামতকে খুব একটা গুরুত্ব দেওয়া হবে না বলেই শোনা যাচ্ছে।

এহেন ডামাডোলের মধ্যেই বৃহস্পতিবার মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজো দিতে দেখা গিয়েছে গম্ভীরকে। তারপরেই খবর ছড়ায়, দিনকয়েক আগে দিল্লিতে গিলের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন জিজি। সেখানে নাকি গিলকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, টেস্ট ক্যাপ্টেন হবেন পাঞ্জাব দা পুত্তরই। তবে গোটা বিষয়টি বুমরাহ কেমনভাবে নেবেন, সেই নিয়ে আশঙ্কার চোরাস্রোত বইছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। বুমরাহকে অধিনায়ক না করার নেতিবাচক প্রভাবও পড়তে পারে ভারতীয় দলের ড্রেসিংরুমে। ইংল্যান্ড সফরের কঠিন চ্যালেঞ্জের মধ্যে ড্রেসিংরুম সামলাতেও বেগ পেতে হতে পারে গম্ভীর-গিল জুটিকে, বলছে বিশ্লেষক মহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ড সফরের জন্য দল নির্বাচন করবে বিসিসিআই। তার আগেই চলছে অধিনায়ক নির্বাচন নিয়ে 'নাটক'।
  • ২৫ বছর বয়সি ব্যাটার এখনই নেতৃত্ব দিতে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছে ক্রিকেটমহল।
  • দিনকয়েক আগে দিল্লিতে গিলের সঙ্গে বিশেষ বৈঠকে বসেছিলেন জিজি। সেখানে নাকি গিলকে নিশ্চয়তা দেওয়া হয়েছে, টেস্ট ক্যাপ্টেন হবেন পাঞ্জাব দা পুত্তরই।
Advertisement