shono
Advertisement
Pakistan Cricket

'গদি ছাড়ুন, পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দেবেন না...', প্রাক্তনীর রোষে পিসিবি চেয়ারম্যান

টানা হারে বিপর্যস্ত পাকিস্তান।
Published By: Prasenjit DuttaPosted: 05:27 PM Apr 03, 2025Updated: 05:27 PM Apr 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা হারে বিপর্যস্ত পাকিস্তান। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজেও পরাস্ত হয়েছে তারা। এরপরেই ফের ডামাডোল শুরু পাকিস্তান ক্রিকেটে। যা চরম আকার নিয়েছে। এর জন্য পিসিবি'র চেয়ারম্যান নকভিকে দোষী ঠাওরাচ্ছেন অনেকেই।

Advertisement

দেশের প্রাক্তন ক্রিকেটাররা এখন পাকিস্তান ক্রিকেট নিয়ে সরব। তাঁদের বাক্যবাণে বিদ্ধ পাক ক্রিকেট বোর্ড। প্রাক্তন উইকেটরক্ষক কামরান আকমল তো একধাপ উপরে উঠে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে পদত্যাগ করার কথা বলেছেন।

কামরান তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, "এটা লজ্জাজনক। পিসিবি চেয়ারম্যান যদি পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করতে না পারেন, গদি ছাড়ুন। পাকিস্তান ক্রিকেটকে শেষ করে দেবেন না। নিজের সুনাম নষ্ট করবেন না। আর যদি পদত্যাগ না করতে চান, তাহলে দলটার উন্নতি করুন।" তাছাড়াও তিনি পাক বোলারদের খারাপ পারফরম্যান্সের কথাও উল্লেখ করেছেন। তাঁদের লাইন লেন্থে সমস্যার কথা মনে করিয়ে দিয়ে কামরান মনে করেন, দলে নতুনদের সুযোগ দেওয়া দরকার।

কামরানের কথায়, "ওরা এমন উইকেটে বল করতে না পারলে কোথায় পারবে? এশিয়ার কোথাও খেলা হলে তো হাজারো অজুহাত দেওয়া হয়। বলা হয়, সেখানে বোলারদের জন্য কিছুই নেই। কিন্তু পেসাররা যেখানে সুবিধা পাচ্ছে, সেখানেও তো কিছু করতে পারছে না ওরা। লাইন, লেন্থ কিছুই ঠিক নেই। প্রতিপক্ষ ব্যাটারদের কোথায় বল করতে হবে বুঝতেও পারে না। দলে খুব দ্রুত বড়সড় বদল ঘটিয়ে বোলিং বিভাগকে শক্তিশালী করার সময় এসেছে।" কামরানের এই মতের সমর্থন করেছেন অনেকেই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়েনডে সিরিজেও পরাস্ত তারা।
  • এরপরেই ফের ডামাডোল শুরু পাকিস্তান ক্রিকেটে। যা চরম আকার নিয়েছে।
  • এর জন্য পিসিবি'র চেয়ারম্যান নকভিকে দোষী ঠাওরাচ্ছেন অনেকেই।
Advertisement