সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তনেই নিজের জাত চিনিয়েছেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ২০০-র উপর স্ট্রাইকরেটে অপরাজিত ৫৯ রান করেছেন। উইকেট নিয়েছেন। ভারতও টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করেছে। এমন জয়ে উচ্ছ্বসিত হার্দিকের কাছে ব্যক্তিগত মাইলস্টোনের আগে প্রাধান্য দেশ। ম্যাচ জিতিয়ে এ কথাই বলেছেন ভারতীয় অলরাউন্ডার। জানিয়েছেন, গত ছ-সাত মাস ধরে বাড়তি গুরুত্ব দিয়েছেন ফিটনেস নিয়েও।
এশিয়া কাপে চোট পাওয়ার পর হার্দিক বিসিসিআইয়ের বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্যাব করেছেন। যাতে খুবই উপকৃত হয়েছেন। ম্যাচের সেরার পুরস্কার নিয়ে হার্দিক বলছেন, "গত ৬-৭ মাস আমার ফিটনেস ভালো জায়গায় ছিল। শেষ ৫০ দিন পরিবার ছেড়ে এনসিএতে কাটিয়েছি। এর সুফল অবশ্য পেয়েছি। অনেক দুর্বলতা কাটিয়ে উঠতে পেরেছি।"
কটকে ছ'নম্বরে নেমেছিলেন হার্দিক। সেই সময় বেশ কিছু উইকেট খুইয়ে বেশ চাপে ছিল। সেখান থেকে ২৮ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলে ম্যাচের চিত্রনাট্য বদলে দেন। পাণ্ডিয়ার কথায়, "সতর্ক হয়েই শট খেলেছি। লক্ষ্য ছিল ঠিকঠাক শটগুলি খেলার। এখানকার পিচে বোলাররাও সাহায্য পেয়েছে। তবে শেষে দিকে কিছু সাহসী শটও খেলতে হয়েছে। টাইমিংয়ের উপর জোর দিয়েছি। যেভাবে ব্যাট করেছি, তাতে খুশি।"
রবিবার রাবাটি স্টেডিয়ামে একাই অনুশীলনে একা নেমে পড়েছিলেন তিনি। এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কা ম্যাচে চোট পেয়েছিলেন হার্দিক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে কোনও রকম খামতি রাখতে চাননি তিনি। ম্যাচ জেতানোয় মুখ্য ভূমিকা নেওয়া হার্দিকের সংযোজন, "নিজের ভূমিকা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম না। হার্দিক পাণ্ডিয়া কী চায় সেটা গুরুত্বপূর্ণ নয়। ভারত কী চায় সেটা গুরুত্বপূর্ণ। সব সময় আমার দেশ এবং দলকে আগে রেখেছি। এটাই আমার সবচেয়ে বড় ইউএসপি।"
