সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় ফের বদল। মঙ্গলবার মিনি নিলামের যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে ৩৫০ জনের নাম ছিল। এবার আরও ৯ জনের নাম নথিভুক্ত হল। তবে সব তালিকা মিলিয়ে যে নামগুলি অনুপস্থিত, তার মধ্যে উল্লেখযোগ্য শাকিব আল হাসানের নাম। বাংলাদেশ থেকে ৭ জন ক্রিকেটারের নাম চূড়ান্ত তালিকায় আছে। তবে অভিজ্ঞ অলরাউন্ডারের নাম না থাকায় মনে করা হচ্ছে, সম্ভবত আইপিএল কেরিয়ার শেষ।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, এবারের আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন প্রায় ১৪০০ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। কিন্তু এতজনকে তো নিলাম টেবিলে তোলা সম্ভব নয়। সেখান থেকে ১০০৫ জনকে বাদ দেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে নিলাম। এবারের নিলামে স্লট আছে ৭৭টি। যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। সব মিলিয়ে ৩৫০ জন ক্রিকেটারকে নিয়ে দড়ি টানাটানি চলবে। মঙ্গলবার আরও ৩৫ জন নতুন ক্রিকেটারের নামও নথিভুক্ত হয়। যেখানে এক ফ্র্যাঞ্চাইজির বিশেষ অনুরোধে কামব্যাক হয় কুইন্টন ডি'ককের।
এবার আরও ৯ জনের নাম যুক্ত হয়েছে। সেখানে আছেন গতবার আরসিবি দলে থাকা স্বস্তিক চিকারা, ত্রিপুরার মণিশঙ্কর মুরা সিং, হায়দরাবাদের চামা মিলিন্দ প্রমুখ। এছাড়া বিদেশিদের মধ্যে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন বা দক্ষিণ আফ্রিকার বোলার ইথান বশরা রয়েছেন। তবে এখানেও নাম নেই প্রাক্তন নাইট শাকিবের। চূড়ান্ত ৩৫০ তালিকাতেও ছিলেন না। মালয়েশিয়ার উইকেটকিপার বীরণদীপ সিং বাদ পড়েও কামব্যাক করেছেন। আশা করে গিয়েছিল, শাকিবের নাম হয়তো শেষবেলায় ঢুকতে পারে। কিন্তু সেটা হল না। গতবারও তিনি অবিক্রীত ছিলেন।
বাংলাদেশ থেকে ৭ জন ক্রিকেটার আছেন এবারের নিলামে। মুস্তাফিজুর রহমান গতবারও আইপিএল খেলেছেন। বাকিদের মধ্যে আছেন রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান শাকিব প্রমুখ।
