সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় দলের বোলিং বিভাগের সেরা অস্ত্র জশপ্রীত বুমরাহ। টেস্ট, ওয়ানডে বা টি-টোয়েন্টি, সবেতেই কার্যত অপ্রতিরোধ্য। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৭ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন বুমরাহ। গোটা ভারতীয় বোলিংকে সামলাতে হিমশিম খেয়েছে প্রোটিয়ারা। তারপরই বুমরাহের প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া। একধাপ এগিয়ে আকাশ চোপড়া আবার খোঁচা দিলেন পাকিস্তানের ক্রিকেটার সাহিবজাদা ফারহানকে।
ধারাভাষ্য দেওয়ার সময় আকাশ বলেন, "বুমরাহকে ছয় মারা সবসময় কঠিন। আর কেউ যদি ছয় মেরে দেয় তো ডকুমেন্টরি বানিয়ে ফেলে।" আসলে ইঙ্গিত পাকিস্তানের ব্যাটারের দিকে। এশিয়া কাপে ভারতের হাতে তিনবার পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। ফাইনালেও হেরেছে। অথচ তারপরও তারা উদযাপন করেছে। কেন? কারণ সাহিবজাদা বুমরাহকে ছক্কা হাঁকিয়েছেন। এমনকী একটি ডকুমেন্টরিও তৈরি হয়েছে।
নিজে সেই ভিডিও শেয়ার করে পাক ব্যাটার বলেছিলেন, "শুনেছি ওকে নাকি কেউ ছক্কা মারতে পারে না। আমি বললাম, এ আবার হয় নাকি? তিনটি ইনিংস, একাই ১৫০ রান। আমি যখন খেলি, তখন দেখি না সামনে কে আছে।" এটা ঠিক যে, সাহিবজাদা এশিয়া কাপে বুমরাহকে তিন ম্যাচে তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে টি-টোয়েন্টি ফরম্যাটের ওই টুর্নামেন্টে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১০৮.৪৯। স্বাভাবিক ভাবেই ভক্তরা খোঁচা দেওয়ার সুযোগ ছাড়েনি। আবার আকাশ চোপড়াও নাম করে খোঁচা দিলেন।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২ উইকেট তুলে টি-টোয়েন্টিতে এখন বুমরাহর উইকেট সংখ্যা ১০০। প্রথম ভারতীয় বোলার হিসেবে তিন ফরম্যাটে ১০০ উইকেটের বিরল নজির তাঁর নামে। তবে ভারতীয় বোলারদের মধ্যে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরিতে তাঁর নাম দ্বিতীয় স্থানে। সতীর্থ অর্শদীপ সিংয়ের ঝুলিতে আছে ১০৭টি উইকেট।
