সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অ্যাসেজে সেঞ্চুরি করেছেন জো রুট। অন্যদিকে বাবা ম্যাথু হেডেনকে ত্যাজ্য করতে চান কন্যা গ্রেস। দুটি ঘটনার মধ্যে সম্পর্ক কোথায়? আছে। তার জন্য ফিরে দেখতে হবে প্রাক্তন অজি তারকার এক হইচই ফেলে দেওয়া প্রতিজ্ঞা। তাতেই বেজায় চটেছেন গ্রেস। সুন্দরী ধারাভাষ্যকার ম্যাথু হেডেনের মন্তব্য এতটাই অসন্তুষ্ট যে বাবাকে 'ত্যাজ্য' করতে চাইছেন।
পুরোটাই অবশ্য মজার ছলে। তবে তার আগে জেনে নেওয়া যাক, হেডেন ঠিক কী বলেছিলেন। অজি প্রাক্তনী ইউটিউবে বলেছিলেন, “আমি মের্লবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের চারদিকে নগ্ন হয়ে হাঁটব। যদি ও সেঞ্চুরি না করে।” বাবার এহেন মন্তব্যে সম্মানহানি হওয়ার সম্ভাবনা প্রবল। তাই ম্যাথু হেডেনের মেয়ে গ্রেস রুটকে ট্যাগ করে ইনস্টাগ্রামে বিনীত আর্জি করেন, ‘প্লিজ জো রুট, একটা সেঞ্চুরি করো।’ সেই আর্জিতে সাড়া দিয়ে অজিভূমে প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। 'দৃশ্যদূষণ'-এর হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।
কিন্তু বাবা কেন এরকম আলটপকা মন্তব্য করবেন? সেটা একেবারেই ভালোভাবে নিচ্ছেন না গ্রেস। সোশাল মিডিয়ায় তিনি বলেছেন, "আমি কৃতজ্ঞ যে রুট সেঞ্চুরি করেছেন। জীবনে প্রথমবার আমি চেয়েছিলাম একজন ইংরেজ অ্যাসেজে সেঞ্চুরি করুক। হৃদয়ের অন্তঃস্থল থেকে রুটকে ধন্যবাদ জানাতে চাই। আর আমার বাবা যদি ফের নগ্ন হয়ে হাঁটব বা এ ধরনের কিছু বলেন, তাহলে বাবাকে ত্যাজ্য করব।"
তবে ব্রিসবেনে সেঞ্চুরি করেও ইংল্যান্ডকে বাঁচাতে পারেননি রুট। অ্যাসেজে ইংল্যান্ড পিছিয়ে আছে ০-২ ব্যবধানে। ইংরেজদের জন্য আরও খারাপ খবর, অ্যাডিলেড টেস্টের জন্য অধিনায়ক প্যাট কামিন্স চোট সারিয়ে ফিরে এসেছেন।
