সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোসরা নভেম্বর। দিনটা কখনও ভুলতে পারবে না ভারতীয় ক্রিকেট। নাদিন ডি ক্লার্কের ক্যাচ হরমনপ্রীত তালুবন্দি করতেই মহিলাদের ক্রিকেটে তৈরি হয় ইতিহাস। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে বিশ্বজয় করে ভারত। এবার সেই মুহূর্তটিকে চিরকাল নিজের সঙ্গে রাখার জন্য হাতে ট্যাটু করিয়েছেন হরমনপ্রীত (Harmanpreet Kaur)। এই মুহূর্তে তাঁদের সাফল্যে পাগলপারা গোটা ভারত। এমনকী ভারতের বিশ্বজয়ী অধিনায়কের একটি মোমের মূর্তিও উন্মোচিত হতে চলেছে আগামী বছর।
ট্যাটুর খবর প্রকাশ্যে এনেছেন হ্যারি (হরমনপ্রীতের ডাকনাম) নিজেই। নতুন ট্যাটুর সঙ্গে তিনি ছবিও পোস্ট করেছেন সোশাল মিডিয়ায়। রবিবার বিশ্বকাপ জেতার দিন তিনেকের মধ্যেই হাতে ট্যাটু করিয়েছেন ৩৬ বছরের এই ক্রিকেটার। ট্যাটুতে বিশ্বকাপ ট্রফির ছবি আঁকা। যেখানে লেখা ২০২৫ এবং ৫২ নম্বর। ২০২৫ হল ভারতীয় মহিলা দলের বিশ্বকাপ জয়ের বছর। আর দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে উইমেন ইন ব্লু-রা।
সোশাল মিডিয়ায় হরমনপ্রীত লেখেন, 'আমার শরীরে এবং হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। প্রথম দিন থেকেই তোমার জন্য অপেক্ষা করেছি। এবার থেকে প্রত্যেক দিন সকালে তোমাকে দেখব এবং কৃতজ্ঞ থাকব।' হরমনপ্রীত-সহ এই ট্রফি গোটা দলের কাছে কতটা স্পেশাল, তা বিশ্বজয়ের রাতেই বোঝা গিয়েছে। এর আগে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল। তাই এবার ফাইনালে জয়ের পর আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি তাঁরা।
অন্যদিকে জানা গিয়েছে, জয়পুরে হরমনের মোমের মূর্তি উন্মোচিত হতে চলেছে আগামী বছর ৮ মার্চ, নারী দিবসে। সেই মূর্তি জয়পুরের ঐতিহাসিক নাহারগড় ফোর্টের ভিতর অবস্থিত মিউজিয়ামে স্থান পাবে। মিউজিয়ামের প্রতিষ্ঠাতা অনুপ শ্রীবাস্তব জানিয়েছেন, কেবলমাত্র ভারতীয় দলের বিশ্বকাপ জয়ের জন্যই যে মূর্তি বসানো হচ্ছে, তা কিন্তু নয়। হরমনের সাহসিকতা, পরিশ্রম ও আত্মবিশ্বাসকে মর্যাদা দিয়েই এই উদ্যোগ।
