সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক হচ্ছে মহম্মদ শামির। আর সেটা হচ্ছে ইডেন গার্ডেন্সেই। ২২ জানুয়ারি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। ইতিমধ্যে অফলাইনে তার টিকিট দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর শুধু শামি নন, বহুদিন পর ফিরল অফলাইন টিকিটও। কত টাকা দাম টিকিটের?
ইডেনে শেষবার ওয়ানডে হয়েছে ২০২৩-র নভেম্বরে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেমেছিলেন রোহিতরা। টি-টোয়েন্টি ম্যাচ হয়েছে আরও আগে। ২০২২-র ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে। অর্থাৎ প্রায় দুবছর পর ইডেনে ফিরছে টি-টোয়েন্টি ম্যাচ। সূর্যকুমারদের নেতৃত্বে ভারতীয় দল কলকাতায় ঢুকলে যে উন্মাদনা তুঙ্গে উঠবে, সে কথা বলাই বাহুল্য। তার আগে বহুদিন পর ফিরল অফলাইন টিকিট।
মঙ্গলবার থেকে টিকিট বিক্রির পালা শুরু হয়ে গিয়েছে। ১৪ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত চলবে অফলাইনে ভারত বনাম ইংল্যান্ড প্রথম টি-টোয়েন্টি ম্যাচের টিকিট বিক্রি। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ইডেনের চার নম্বর গেট থেকে টিকিট পাওয়া যাবে। টিকিটের ন্যূনতম মূল্য ৮০০ টাকা। এছাড়া রয়েছে ১৩০০ টাকা, ২০০০ টাকা ও ২৫০০ টাকার টিকিট। অনলাইনে টিকিট পাওয়া যাবে বুধবার থেকে। টিকিট পাওয়া যাবে পেটিএম ইনসাইডার, জ্যোমাটো, বুক মাই শো-তে।
এই সিরিজে কামব্যাক ঘটতে চলেছে মহম্মদ শামির। ২০২৩-র বিশ্বকাপে ভারতের জার্সিতে শেষবার নেমেছিলেন। তারপর দীর্ঘ চোট সারিয়ে মাঠে ফিরেছেন। রনজি ট্রফি বা বিজয় হাজারে ট্রফির একাধিক ম্যাচে ভালো পারফর্ম করেছেন। কিন্তু বর্ডার গাভাসকর ট্রফির দলে সুযোগ পাননি। সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। সেই প্রতিযোগিতার দলে কি ঢুকতে পারবেন শামি? তার অগ্নিপরীক্ষা হতে পারে 'ঘরের মাঠ' ইডেন থেকেই।