সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ডার গাভাসকর ট্রফির ব্যর্থতা মুছতে ভারতের নতুন লড়াই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। কোন দল নামবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সুযোগ পেতে পারেন কারা? অজি সফরের ব্যর্থতা অনেক নতুন প্রশ্ন তুলে দিয়েছে। তার উত্তরও খুঁজতে হবে খোদ প্রশ্নচিহ্নের সামনে থাকা গম্ভীরকে।
ওপেনিং: ভারত অধিনায়ক রোহিত শর্মাই শুরুতে খেলবেন, তা একপ্রকার নিশ্চিত। টেস্টে যতই অফ ফর্ম থাক, ওপেনিংয়ে হিটম্যানের থাকার সম্ভাবনা বেশি। তবে এখানেই পরীক্ষা হয়ে যাবে ভবিষ্যতে রোহিত থাকবেন কি না? তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন যশস্বী জয়সওয়াল। বর্ডার গাভাসকর ট্রফিতে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেতে পারেন তিনি। সেক্ষেত্রে প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন শুভমান গিল। তিন নম্বরে নামবেন বিরাট কোহলি। তাঁর টেস্ট ফর্মের অবস্থা খারাপ। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও রান পাননি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে থাকলেও চাপ কম হবে না।
মিডল অর্ডার: চার নম্বরে নামার সম্ভাবনা শ্রেয়স আইয়ারের। ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যে আছেন তিনি। পাঁচ নম্বরে ভরসা জোগাবেন ঋষভ পন্থ। দলের প্রধান উইকেটকিপারও তিনি। সেই হিসেবে বাইরে বসতে হতে পারে কেএল রাহুলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো শুরু করেও ধারাবাহিক হতে পারেননি। সূর্যকুমার যাদব সুযোগ পান কিনা সেটাও দেখার। ছয় ও সাত নম্বরে বেছে নেওয়া হতে পারে দুই অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও অক্ষর প্যাটেলকে। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে দুজনেরই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তালিকায় থাকতে পারেন নীতীশ কুমার রেড্ডি, তিলক বর্মা, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দররা। অর্থাৎ বাদের খাঁড়া ঝুলছে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজার উপর।
বোলার: স্পিনের দায়িত্ব কুলদীপ যাদব সামলাবেন কিনা, সেটাও প্রশ্ন। চোট থেকে পুরো ফিট হলেও বিজয় হাজারেতে খেলেননি। সুযোগ পেতে পারেন রবি বিষ্ণোই বা বরুণ চক্রবর্তী। অবশ্য পিচ ও পরিবেশের উপর অনেক কিছু নির্ভর করতে পারে। তবে সবচেয়ে বেশি প্রশ্ন একজনকে নিয়েই। তিনি মহম্মদ শামি। বাংলার পেসার ফিট কি ফিট নন, তার স্পষ্ট উত্তর সম্ভবত কারওর কাছেই নেই। বিজয় হাজারে ট্রফির শেষ দুই ম্যাচে পুরো ১০ বল করেননি। শামি যদিও আত্মবিশ্বাসী হয়ে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন। তবে সংশয় মিটছে না। জশপ্রীত বুমরাহকে সমস্ত প্রশ্নের ঊর্ধ্বে রাখা যায়। তবে তাঁরও ফিট থাকা দরকার। কিন্তু সিরাজের উপর কি ভরসা রাখবে ভারত? নাকি খেলানো হতে পারে অর্শদীপ সিংকে?
জানা যাচ্ছে, ১২ জানুয়ারির আগেই ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা হতে পারে। তখনই অসংখ্য প্রশ্নের উত্তর পাওয়া যাবে।