shono
Advertisement
Women's Cricket World Cup 2025

যুবরাজকে মনে করিয়ে বিশ্বকাপের সেরা দীপ্তি, আর কে কী পুরস্কার পেলেন?

ফাইনালের সেরা হয়েছেন শেফালি বর্মা।
Published By: Arpan DasPosted: 01:06 AM Nov 03, 2025Updated: 02:08 AM Nov 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে রচিত হল ইতিহাস। মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হল ভারত। এতদিন বিশ্বকাপের মঞ্চে দাপট ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের। একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু এই প্রথমবার এশিয়া মহাদেশে ট্রফি এল। হরমনপ্রীতদের হাতে ট্রফির সঙ্গে আনন্দের বন্যা দেশজুড়ে। তার সঙ্গে বড়সড় আর্থিক লাভ হচ্ছে স্মৃতি-জেমাইমাদের।

Advertisement

চ্যাম্পিয়ন ভারত পাচ্ছে প্রায় ৪০ কোটি টাকা। অন্যদিকে রানার্স দক্ষিণ আফ্রিকা পাবে ২০ কোটি টাকা। ২০২২-র বিশ্বকাপের থেকে এবারের পুরস্কার মূল্য ২৩৯ শতাংশ বেড়েছে। ফাইনালের সেরা প্লেয়ার হয়েছেন শেফালি বর্মা (৮৭ রান ও ২ উইকেট)। অন্যদিকে টুর্নামেন্টের সেরা হয়েছেন দীপ্তি শর্মা (২১৫ রান ও ২২ উইকেট)। মনে করিয়ে দেওয়া যাক, ২০১১-র ভারতের পুরুষদের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যুবরাজ সিং। তিনিও ব্যাটে-বলে পারফর্ম করে বিশ্বকাপের সেরা হয়েছিলেন। গোটা টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান রয়েছে দক্ষিণ আফ্রিকার লরা উলফার্টের নামে। তিনি ৫৭১ রান করেছেন। সবচেয়ে বেশি উইকেট তুলেছেন ভারতের। তাঁর শিকার ২২ উইকেট।

এবার মোট পুরস্কার মূল্য ১১৬ কোটি টাকা। প্রতিটি অংশগ্রহণকারী দল ২.২ কোটি টাকা করে পাবে। এর সঙ্গে সপ্তম (বাংলাদেশ) ও অষ্টম (পাকিস্তান) স্থানে দল প্রায় ২.৫ কোটি টাকা পাবে। পঞ্চম (শ্রীলঙ্কা) ও ষষ্ঠ স্থানে (নিউজিল্যান্ডে) থাকা দল পাবে ৬.২ কোটি টাকা করে। গ্রুপ স্টেজে ম্যাচের জয় পিছু ৩০ লক্ষ টাকা করে পাবে দলগুলি। 

বিশ্বকাপে সেরার সেরা

চ্যাম্পিয়ন: ভারত (৪০ কোটি)
রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা (২০ কোটি)
সেমিফাইনালিস্ট: অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (১০ কোটি করে)
পঞ্চম ও ষষ্ঠ: শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড (৬.২ কোটি করে)
সপ্তম ও অষ্টম: বাংলাদেশ ও পাকিস্তান (২.৪৮ কোটি করে)
অংশগ্রহণকারী সব দল: ২.২ কোটি
গ্রুপ স্টেজে প্রতি জয় পিছু: ৩০ লক্ষ

ফাইনালের সেরা: শেফালি বর্মা (৮৭ রান ও ২ উইকেট)
টুর্নামেন্টের সেরা: দীপ্তি শর্মা (২১৫ রান ও ২২ উইকেট)
সবচেয়ে বেশি রান: লরা উলফার্ট (৫৭১ রান)
সবচেয়ে বেশি উইকেট: দীপ্তি শর্মা (২২ উইকেট)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে রচিত হল ইতিহাস। ৫২ বছরের মহিলা ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন হল ভারত।
  • এতদিন বিশ্বকাপের মঞ্চে দাপট ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের।
  • একবার বিশ্বকাপ জিতেছে নিউজিল্যান্ড। কিন্তু এই প্রথমবার এশিয়া মহাদেশে ট্রফি পেল।
Advertisement