সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ নভেম্বর, ২০২৫। স্বপ্নপূরণের রাত। প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারতীয় মহিলা দল। এবার সামনে আরও একটি বিশ্বকাপ। যে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পুরুষ দল গতবারের চ্যাম্পিয়ন। এবার যেন কোনও ভাবেই ট্রফি হাতছাড়া না হয়। সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়াদের আত্মবিশ্বাস বাড়াতে পাশে জেমাইমা রডরিগেজ, শেফালি বর্মারা। সত্যিই তো! 'হামরা ছোড়ে ছোড়িসে কম হ্যায় কে?' স্লোগানের উলটপুরাণেই দলকে তাতাচ্ছেন জেমাইমা-দীপ্তি শর্মারা।
আমির খান অভিনীত 'দঙ্গল' সিনেমাটা যাঁরা দেখেছেন, এই সংলাপটা তাঁদের পরিচিত। সেখানে অবশ্য ছেলেদের উদাহরণ টেনে মেয়েদের উদ্বুদ্ধ করা হয়েছিল। ভারতীয় ক্রিকেটের একেবারে টাটকা সাফল্যটা এনে দিয়েছে মেয়েরাই। আনন্দে উদ্বেল হয়েছিল আসমুদ্রহিমাচল। এবার ছেলেদের কাছে সুযোগ মেয়েদের 'পথ' ধরে দেশবাসীকে খুশি করার। তার জন্য নতুন স্লোগানও তৈরি করে ফেললেন শেফালিরা।
৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিযান শুরু সূর্যকুমারদের। তার আগে সম্প্রচারকারী চ্যানেলের প্রচার ভিডিও মন জিতে নিয়েছে ভক্তদের। যেখানে জেমাইমারা বলেন, "২ নভেম্বর একটা স্বপ্নপূরণ হয়েছে। এবার সময় আরেকবার গর্জন করার, আরেকবার তেরঙ্গা ওড়ানোর। কারণ এবার আমাদের ছেলেদের লক্ষ্যপূরণের সময়। একটা কাপ আমরা দেশেই রেখেছি। আরেকটাকে দেশের বাইরে যেতে দেব না।" সামনে রাখেন মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা। তারপরই হরিয়ানার শেফালি নিজের ঢংয়ে বলেন, "হামরা ছোড়ে ছোড়িসে কম হ্যায় কে?"
এই নতুন প্রচারে মুগ্ধ নেটিজেনরা। সাধারণত মহিলা ক্রিকেটের প্রচারের জন্য পুরুষ ক্রিকেটারদের সামনে আনা হয়। কিন্তু এখানে উলটপুরণ। যেভাবে পুরুষদের বিশ্বকাপের প্রচারে মহিলাদের সাফল্যকে সামনে এনে লিঙ্গবৈষম্য ঘোচানোর চেষ্টা হয়েছে, তার প্রশংসা করছেন ভক্তরা।
