সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরোদায় ভারত-নিউজিল্যান্ড ম্যাচে আচমকা বিতর্ক। তবে সেটা ধারাভাষ্যকারদের বক্তব্যে। ভারতের বোলিংয়ের সময় প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার তামিলকে আঞ্চলিক ভাষা বলার পাশাপাশি বলে বসেন, 'হিন্দি ভারতের রাষ্ট্রভাষা।' যা নিয়ে নেটিজেনরা পালটা দিচ্ছেন, ভারতের কোনও বিশেষ রাষ্ট্রীয় ভাষা নেই।
ঠিক কী ঘটল ম্যাচের সময়? ওয়াশিংটন সুন্দরের বোলিংয়ের সময় কেএল রাহুল পরামর্শ দেন, "মিডিয়াম পেসারের মতো বল করছ। একটু আস্তে বল করো।" প্রথমে হিন্দিতে ও পরে তামিলে রাহুল কথাটি বলেন। সুন্দর তামিলনাড়ুর ক্রিকেটার, অন্যদিকে রাহুল কর্নাটকের হলেও তামিলে সড়সড়। ফলে তিনি সুন্দরের মাতৃভাষাতেও কথাটি বুঝিয়ে দেন।
যা নিয়ে ধারাভাষ্যে থাকা প্রাক্তন পেসার বরুণ অ্যারন বলেন, তামিলে সুন্দর আরও ভালো বুঝতে পারবেন। যা শুনে আলোচনায় ঢোকেন সঞ্জয় বাঙ্গার। তিনি বলেন, "দক্ষিণ ভারতে আঞ্চলিক ভাষা নিয়ে বেশি চর্চা চলতেই পারে। কিন্তু হিন্দি হল রাষ্ট্রভাষা।" যা শুনে আরেক ধারাভাষ্যকার পরিস্থিতি কিছুটা সামাল দিয়ে বলেন, "আপাতত আমাদের একটাই ভাষা। সেটা হল ক্রিকেট।" বাঙ্গারের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না নেটিজেনরা। 'ভারতের কোনও রাষ্ট্রভাষা নেই', বলছে নেটপাড়া। অনেকে আবার বলছেন, বাঙ্গারের উচিত ভালো করে সাধারণ জ্ঞান পড়া।
তবে সুন্দর বেশিক্ষণ বল করতে পারেননি। পঞ্চম ওভারে বল করার সময় আচমকাই পিঠে টান লাগে তাঁর। ব্যথা এতটাই তীব্র ছিল যে, সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। এমনকী পিঠ চেপে ধরে ঝুঁকেও পড়েন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন সাপোর্ট স্টাফ। নিউজিল্যান্ড ইনিংসের ২০তম ওভারের পর সুন্দরকে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
