সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থ (Rishabh Pant) এবং দুর্ভাগ্য যেন সমার্থক। তাঁর ওয়ানডে কেরিয়ার নিয়ে এমনিতেই বড়সড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দীর্ঘদিন ওয়ানডে দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পান না। এবার সেটার উপরে চাপল চোটের খড়্গ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকেই গেলেন তিনি। বদলে ধ্রুব জুরেলকে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে দলে নিল টিম ইন্ডিয়া।
বরোদার কোটাম্বি স্টেডিয়ামে প্রথম কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচের আসর বসছে রবিবার। তার আগে শনিবার থ্রোডাউন বিশেষজ্ঞের সঙ্গে অনুশীলন করছিলেন পন্থ। তাঁর ছোড়া বলে ব্যাটিং ঝালিয়ে নিচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে দেখা যায় পন্থকে। সঙ্গে সঙ্গে হেডকোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন। সঙ্গে সঙ্গে পন্থ শুশ্রূষাও শুরু হয়। যদিও কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে স্টেডিয়ামের গ্রাউন্ড বি’র দিকে এগিয়ে যান তিনি। রাতের দিকেই জানা যায় পন্থের চোট বেশ গুরুতর। তিনি সিরিজ থেকে ছিটকে যেতে পারেন। সেই আশঙ্কাই সত্যি হল। বোর্ডের তরফে জানানো হল, পন্থের এমআরআই স্ক্যানের রিপোর্ট বলছে, তাঁর পেশি ছিঁড়েছে। ফলে সিরিজে খেলা সম্ভব হবে না।
বরোদায় চোট পন্থের। নিজস্ব চিত্র।
পন্থের পরিবর্ত হিসাবে ঘোষণা করা হয়েছে ধ্রুব জুরেলের নাম। বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন জুরেল। জাতীয় দলে আগেও সুযোগ পেয়েছেন। এবার তিনি দলে ঢুকলেন দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে। তবে প্রথম একাদশে তাঁর খেলার সম্ভাবনা কম। কে এল রাহুলকে বিশ্রাম দিলে বা চোট পেলে তবেই তাঁর সুযোগ আসতে পারে।
ধ্রুব জুরেল। ফাইল ছবি।
গত বছর ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ব্যাট করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন পন্থ। ভাঙা পা নিয়ে ব্যাটিংও করেন তিনি। চার মাস পর ইডেন টেস্টে প্রত্যাবর্তন ঘটে তাঁর। ইংল্যান্ড থেকে ফেরার পর বেঙ্গালুরুর এনসিএ’তে ছিলেন পন্থ। চোট সারার পর রিহ্যাব-পর্ব শেষে সেখানে ফের অনুশীলন শুরু করেন তিনি। তার আগে ২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরে আসা। তারপর নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগে আবারও চোটের কবলে তিনি।
