shono
Advertisement

Breaking News

Bangladesh Cricket Team

'মিথ্যেবাদী' বাংলাদেশের সব দাবিই খারিজ! বিশ্বকাপে লিটনদের ম্যাচ নিয়ে কড়া নির্দেশের পথে ICC

বাংলাদেশের অভিযোগ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করেছে আইসিসি। সেই 'রিস্ক অ্যাসেসমেন্টে'র পর জানা গিয়েছে, ভারতে খেলতে সমস্যা হবে না বাংলাদেশের।
Published By: Anwesha AdhikaryPosted: 12:36 PM Jan 13, 2026Updated: 03:11 PM Jan 13, 2026

'মিথ্যেবাদী' তকমার পর আইসিসির থেকে ফের বড়সড় ধাক্কা খেতে চলেছে বাংলাদেশ। ক্রিকেটের নিয়ামক সংস্থা সূত্রে খবর, ভারত থেকে লিটন দাসদের ম্যাচ সরানো তো দূর, আগের সূচি অনুযায়ীই খেলতে হবে। অর্থাৎ কলকাতা এবং মুম্বইতেই ম্যাচ খেলার নির্দেশ দেওয়া হবে বাংলাদেশকে। উল্লেখ্য, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারতে খেলতে আসবে না বলে চিঠি দিয়েছিল বিসিবি। তবে সেই দাবি ধোপে টিকবে না বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

Advertisement

বিখ্যাত ক্রীড়াসংবাদ সংস্থা ক্রিকবাজ সূত্রে খবর, বাংলাদেশের অভিযোগ নিয়ে স্বাধীনভাবে তদন্ত করেছে আইসিসি। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা নিরাপত্তা বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে, বাংলাদেশ ভারতে খেলতে এলে দলের সদস্যদের সুরক্ষা সংক্রান্ত সমস্যা হবে কিনা। সেই 'রিস্ক অ্যাসেসমেন্টে'র পর জানা গিয়েছে, ভারতে খেলতে সমস্যা হবে না বাংলাদেশের। কলকাতা এবং মুম্বইয়ে লিটনদের ম্যাচ রাখা হয়েছে। সেখানে নিরাপত্তা নিয়ে ঝুঁকির পরিমাণ 'লো টু মডারেট'। অর্থাৎ নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা খুব কম থেকে মাঝারি। বিরাট কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা নেই।

'রিস্ক অ্যাসেসমেন্ট' রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতে একাধিক বিশ্বমানের টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে অতীতে, আগামী দিনেও হবে। তাই বাংলাদেশের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে অসুবিধা হবে না ভারতীয় প্রশাসনের। ক্রিকবাজ সূত্রে খবর, এই রিপোর্টের ভিত্তিতেই বাংলাদেশের ম্যাচ সরানো নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। প্রথমে শোনা যাচ্ছিল, বিসিবির অনুরোধ কিছুটা মেনে নিয়ে চেন্নাই ও তিরুঅনন্তপুরমে সরিয়ে দেওয়া হবে মুস্তাফিজুর রহমানদের ম্যাচ। কিন্তু কলকাতা এবং মুম্বই নিয়ে ইতিবাচক রিপোর্ট পাওয়ার পরে হয়তো বিসিবিকে বলা হতে পারে আগের সূচি অনুযায়ীই খেলতে হবে। তবে এখনও আইসিসির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

উল্লেখ্য, সোমবারই আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ মিথ্যাচার করছে। অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আইসিসি থেকে নাকি বলা হয়েছে মুস্তাফিজকে দলে রাখলে তাদের নিরাপত্তার সমস্যা বাড়বে। বাংলাদেশের জার্সি পরলেও তার নিরাপত্তার সমস্যা হবে। যেহেতু বাংলাদেশে নির্বাচন আছে, তাই সেটারও প্রভাব পড়বে। কিন্তু যাবতীয় দাবি উড়িয়ে দিয়ে আইসিসির মত, এমন কথা মোটেই বলা হয়নি তাদের তরফে। তবে ক্রীড়া উপদেষ্টার আচরণে আইসিসি ক্ষুব্ধ বলেই মনে করছে ক্রিকেটমহল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement