সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একটি টেস্ট সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারত। গৌতম গম্ভীরের কোচিংয়ে গত একবছরে চারটি টেস্ট হেরেছে টিম ইন্ডিয়া। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও চুনকামের আতঙ্ক তাড়া করছে। ভারতের হেড কোচকে (Goutam Gambhir) নিয়ে সমালোচনার ঝড়। সেই ফাঁকে গম্ভীরকে খোঁচা দিতে ছাড়ল না আইসল্যান্ডের ক্রিকেট সংস্থাও। যে দেশ কিনা ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছে।
২০২৪-এ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে তিন টেস্টে হেরেছিল ভারত। বছর ঘুরতে সম্ভাবনা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ইডেন টেস্টে লজ্জার হারের পর এবার গুয়াহাটিতেও হারের সম্ভাবনা। অনেকেই মনে করছেন এর জন্য দায়ী গম্ভীরের অতিরিক্ত পরীক্ষানিরীক্ষা। তিন নম্বরে কাকে খেলাবেন ঠিক নেই কিংবা পিচ নিয়ে 'গোয়াতুর্মি'র জন্য দল বিপাকে পড়ছে। এমনকী গম্ভীরকে বরখাস্ত করার দাবিও উঠছে বিভিন্ন মহলে।
যদি গম্ভীরকে সরিয়ে দেওয়া হয়, তাহলে কি তাঁকে আইসল্যান্ড কোচ হিসেবে নেবে? না, তারাও সটান 'না' করে দিয়েছে। কারণ, তারাও ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে। সেটাকে 'নষ্ট' করতে রাজি নয় আইসিসির সদস্য তালিকায় না থাকা দেশ। আইসল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়েছে, 'আমাদের সকল সমর্থকদের জানাচ্ছি, গৌতম গম্ভীরকে আমরা জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের একজন কোচ রয়েছেন এবং ২০২৫-এ আমরা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছি।' চলতি বছরের জুলাই মাসে লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেনের বিরুদ্ধে জেতে আইসল্যান্ড। হেরে যায় পোল্যান্ডের কাছে।
উল্লেখ্য, মজার পোস্ট করার জন্য পরিচিত আইসল্যান্ড ক্রিকেট। এর আগে পূজারার অবসর নিয়ে মজার পোস্ট কিংবা আইপিএলের 'ফ্রড একাদশ' তৈরি করেছিল তারা। যা নিয়ে বিতর্কও হয়। এবার তাদের কোপে গৌতম গম্ভীর।
