shono
Advertisement
Iftikhar Ahmed

নিষিদ্ধ 'ধুরন্ধর'-এর FA9LA গানেই তুমুল নাচ পাক ক্রিকেটারের, 'এ তো চাচা ডাকাইত', খোঁচা নেটপাড়ার

'ধুরন্ধরে'র গানে মজে পাকিস্তানের ক্রিকেটাররাও।
Published By: Arpan DasPosted: 06:38 PM Jan 02, 2026Updated: 07:21 PM Jan 02, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে ‘ধুরন্ধর’। ছবি যেরকম হিট হয়েছে সেভাবেই কিন্তু হিট হয়েছে এই ছবির র‍্যাপ গানটি। বাহরিন র‍্যাপার ফ্লিপারাচ্চির FA9LA এই মুহূর্তে সকলের মুখে মুখে ফিরছে। এবার তাতে সামিল পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদ (Iftikhar Ahmed)। তবে 'রহমান ডাকাইত' নয়, পাক ক্রিকেটার তকমা পেলেন 'চাচা ডাকাইত'-এর।

Advertisement

পাকিস্তানের প্রেসিডেন্ট কাপে জিতেছে ইফতিকার আহমেদের দল কেআরএল। তারপরই উৎসবের শুরু। সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা যায়, ইফতিকার মজার ছলে নাচতে নাচতে আসছেন। ব্যাকগ্রাউন্ডে বাজছে বিখ্যাত গান FA9LA। যা দেখে অনেকেই বলছেন, এ তো রহমান ডাকাইত নয়, এ হল 'চাচা' ডাকাইত। কারণ ৩৫ বছর বয়সি ক্রিকেটার জনপ্রিয় 'চাচা' নামে।

তবে মজার বিষয়, পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে 'ধুরন্ধর'কে। পাকিস্তান বিরোধী তকমার দায়ে পাক মুলুক-সহ মধ্যপ্রাচ্যের ছয় দেশে মুক্তির আলো দেখেনি ‘ধুরন্ধর’। তা সত্ত্বেও জনপ্রিয়তা আটকাতে পারেনি। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর পর সেই ভারতীয় সিনেমার গানের ছন্দেই পা মেলায় পাকিস্তানের ক্রিকেটাররা।

‘রহমান ডাকাত’ চরিত্রে অক্ষয় খান্নার গ্র্যান্ড এন্ট্রি বিপুল জনপ্রিয়তা পেয়েছে। সবকিছু মিলিয়ে এই গান এক অন্যমাত্রা যোগ করেছে বিনোদুনিয়ায়। যোগ্য সারথির মতো সমান্তরালে গল্প টেনে নিয়ে গিয়েছেন অক্ষয় খান্না। এমনকী মূল চরিত্র রণবীরের থেকে বেশি প্রশংসা পাচ্ছেন অক্ষয়। এবার কি 'চাচা ডাকাইত' হিসেবে ইফতিকার তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দেবেন?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুক্তির পর থেকে বক্স অফিসে ঝোড়ো ব্যাটিং করছে ‘ধুরন্ধর’।
  • ছবি যেরকম হিট হয়েছে সেভাবেই কিন্তু হিট হয়েছে এই ছবির র‍্যাপ গানটি।
  • এবার তাতে সামিল পাকিস্তানের ক্রিকেটার ইফতিকার আহমেদ।
Advertisement