shono
Advertisement
IND vs AUS 4th Test

পন্থকে আউট করে 'নোংরা' সেলিব্রেশন হেডের, কড়া শাস্তির দাবি জানালেন ক্ষুব্ধ সিধু

এই ঘটনায় সতীর্থর পাশে দাঁড়িয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন কামিন্স।
Published By: Sulaya SinghaPosted: 12:44 PM Dec 31, 2024Updated: 05:07 PM Dec 31, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরুর দিন থেকেই চর্চার শিরোনামে বক্সিং ডে টেস্ট। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে বিরাট কোহলি ও কনস্টাসের ধাক্কাধাক্কি থেকে শেষদিন যশস্বীর আউট- নানা কারণে আলোচনার কেন্দ্রে রইলেন দুই দলের ক্রিকেটাররা। তবে মেলবোর্নে পঞ্চমদিন ট্র্যাভিস হেডের আচরণ শালীনতার সব মাত্রা ছাড়িয়ে গেল বলেই মনে করছেন ভারতীয় সমর্থকরা। নিন্দার ঝড় নেটদুনিয়াতেও। এবার এই ঘটনায় হেডকে একহাত নিলেন নভজ্যোত সিং সিধু। অজি ব্যাটারের কঠোর শাস্তির দাবিও তুললেন তিনি।

Advertisement

ঘটনাটি ঠিক কী? সোমবার মেলবোর্ন টেস্টের (IND vs AUS 4th Test) শেষদিন অজি বোলিংয়ের সামনে ধরাশায়ী হয় ভারতীয় ব্যাটিং লাইন আপ। ব্যর্থ হয়ে একে একে প্যাভিলিয়নে ফেরেন বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলরা। সেই সময় যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন পন্থ। কিন্তু ৩০ রানে তিনি আউট হলে আরও চাপে পড়ে ভারত। আর ভারতীয় উইকেটকিপারকে আউট করেই অদ্ভুত ভাবে সেলিব্রেট করেন হেড। ডানহাতের তর্জনি বাঁ-তালুর পাঁচ আঙুলের ভাঁজে ভরে পন্থের দিকে তাকান তিনি। আর এই সেলিব্রেশন নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।

এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে সিধু লেখেন, 'ট্র্যাভিস হেড যে অশালীন আচরণ করেছেন, তা জেন্টেলম্যানস গেমে মানায় না। এটা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হয়ে রইল। বাচ্চারা, মহিলারাও খেলা দেখে। এটা কোনও একজনকে অপমান নয়, বরং দেড়শো কোটি ভারতীয়র অপমান। আগামী প্রজন্ম যাতে এই ভুল না করে, তার জন্য হেডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।'

প্রাক্তন ক্রিকেটারের রাগকে অবশ্য বিশেষ আমল দিচ্ছেন না প্যাট কামিন্স। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উলটে সতীর্থর পাশে দাঁড়িয়ে বিষয়টি ব্যাখ্যা করেছেন তিনি। কামিন্স বলে দেন, "এটা তো শুধু একটা সেলিব্রেশন। ওর আঙুলটা গরম হয়ে গিয়েছিল। তাই বরফ ভর্তি কাপে আঙুল ডোবাচ্ছিল। অন্য কোনও মাঠে তো এমনটা করেনি। এটা শুধুই মজা। এতে অন্য কিছু ভাবার মানে হয় না।" যদিও কামিন্সের ব্যাখ্যাতেও থামছে না বিতর্ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতীয় উইকেটকিপারকে আউট করেই অদ্ভুত ভাবে সেলিব্রেট করেন হেড।
  • ডানহাতের তর্জনি বাঁ-তালুর পাঁচ আঙুলের ভাঁজে ভরে পন্থের দিকে তাকান তিনি।
  • আর এই সেলিব্রেশন নিয়েই তৈরি হয়েছে যাবতীয় বিতর্ক।
Advertisement