shono
Advertisement
IND vs BAN

টেস্টে বাংলাদেশকে 'শাসন' ভারতের, কী বলছে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান?

এখনও পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে দুই দল।
Published By: Arpan DasPosted: 04:39 PM Sep 22, 2024Updated: 04:41 PM Sep 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাইয়ে আরও একটা জয়। বাংলাদেশকে আরও একবার টেস্টে পরাস্ত করল ভারত। এই নিয়ে দুদলের মুখোমুখি লড়াইয়ে একতরফাভাবে এগিয়ে ভারত। ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ শুরু হওয়ার পর ভারত জিতেছে ১২টি টেস্টে। ড্র হয়েছে মাত্র দুটি টেস্ট। সেখানে বাংলাদেশ এখনও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে জয়ের খাতাই খুলতে পারেনি।

Advertisement

প্রথমবার দুদলের ম্যাচ হয়েছিল ২০০০ সালে। সেবার ঢাকায় টেস্ট খেলতে গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল। সেটাই ছিল বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ। সেবার ৯ উইকেটে হেরেছিল নইমুর রহমানের টিম। পরের টেস্ট সিরিজটি হয়েছিল ২০০৪-০৫ সালে। সেবারও অধিনায়ক ছিলেন সৌরভ। ঢাকা ও চট্টগ্রামের দুটি টেস্টেই হেরেছিল বাংলাদেশ। আর দুটি ম্যাচেই মেনে নিতে হয়েছিল ইনিংসের হার।

বরং ২০০৭-এ চট্টগ্রাম টেস্টে ড্র করেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে বৃষ্টি প্রায়ই বাধা হয়ে দাঁড়িয়েছিল। তার পরের টেস্টেই অবশ্য ইনিংস ও ২৩৯ রানে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। ২০১০-র দুটি টেস্টেই জিতেছিল ভারত। দুই টেস্টে অধিনায়ক ছিলেন বীরেন্দ্র শেহওয়াগ ও মহেন্দ্র সিং ধোনি। ২০১৫-র বৃষ্টিবিঘ্নিত টেস্টটিও ড্র হয়। দ্বিতীয় দিনটি পুরো নষ্টই হয়। নতুবা ফলো-অন করা বাংলাদেশের হার এড়ানো কঠিন ছিল।

২০১৭-এ প্রথমবার ভারত ও বাংলাদেশ টেস্ট সিরিজ প্রথমবার অনুষ্ঠিত হয় ভারতের মাটিতে। হায়দরাবাদের টেস্টে অবশ্য সহজেই জিতেছিল বিরাট কোহলির দল। তিনি নিজে করেছিলেন ২০৪। সেঞ্চুরি করেছিলেন বাংলার ঋদ্ধিমান সাহাও। ২০১৯-এ ইন্দোর টেস্টেও ভারতের জয়ের ছবিটা বদলায়নি। তার পরের টেস্টটি ছিল ঐতিহাসিক। ইডেনে সেই প্রথমবার দিন-রাতের টেস্টে নেমেছিল ভারত। ইনিংস ও ৪৬ রানে জিতেছিল ভারত।

২০২২-র বাংলাদেশ সফরেও দুটি টেস্টেই জিতেছিল ভারত। তবে দ্বিতীয় টেস্টে যথেষ্ট লড়াই করেছিল বাংলাদেশ। অবশেষে সদ্যসমাপ্ত চেন্নাই টেস্ট। সেখানে জয় এল ২৮০ রানে। ২৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট। সেখানে যে ভারতের পক্ষ রেকর্ডটা আরেকটু এগিয়ে যাবে, সেটাই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

টেস্টে ভারতের 'টাইগার' শাসন
ম্যাচ ১৪
ভারত ১২
বাংলাদেশ ০
ড্র ২

ঢাকা ২০০০- ৯ উইকেটে জয়ী ভারত
ঢাকা ২০০৪- ইনিংস ও ১৪০ রানে জয়ী ভারত
চট্টগ্রাম ২০০৪- ইনিংস ও ৮৩ রানে জয়ী ভারত
চট্টগ্রাম ২০০৭- ম্যাচ ড্র
মিরপুর ২০০৭- ইনিংস ও ২৩৯ রানে জয়ী ভারত
চট্টগ্রাম ২০১০- ১১৩ রানে জয়ী ভারত
মিরপুর ২০১০- ১০ উইকেটে জয়ী ভারত
নারায়ণগঞ্জ ২০১৫- ম্যাচ ড্র
হায়দরাবাদ ২০১৭- ২০৮ রানে জয়ী ভারত
ইন্দোর ২০১৯- ইনিংস ও ১৩০ জয়ী ভারত
কলকাতা ২০১৯- ইনিংস ও ৪৬ রানে জয়ী ভারত
চট্টগ্রাম ২০২২- ১৮৮ রানে জয়ী ভারত
মিরপুর ২০২২- ৩ উইকেটে জয়ী ভারত
চেন্নাই ২০২৪- ২৮০ রানে জয়ী ভারত

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চেন্নাইয়ে আরও একটা জয়। বাংলাদেশকে আরও একবার টেস্টে পরাস্ত করল ভারত।
  • এই নিয়ে দুদলের মুখোমুখি লড়াইয়ে একতরফাভাবে এগিয়ে ভারত।
  • ২০০০ সাল থেকে টেস্ট ম্যাচ শুরু হওয়ার পর ভারত জিতেছে ১২টি টেস্টে।
Advertisement