shono
Advertisement
IND VS ENG

ওভালে অব্যাহত ব্যাটিং বিপর্যয়, দ্বিতীয় দিনের শুরুতেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া

প্রথম দিন একা কুম্ভ হয়ে লড়াই করা করুণ নায়ার আজ ব্যর্থ।
Published By: Prasenjit DuttaPosted: 04:05 PM Aug 01, 2025Updated: 05:24 PM Aug 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একা কুম্ভ হয়ে ওভালে প্রথম দিন লড়াই করেছিলেন করুণ নায়ার। কিন্তু দ্বিতীয় দিন নিজের রানের সঙ্গে মাত্র ৫ রান যোগ করলেন। ৫৭ রানেই শেষ হয়ে গেল তাঁর যাবতীয় প্রতিরোধ। তিনি আউট হতেই যেন খেই হারিয়ে ফেললেন বাকি ব্যাটাররাও। ইংল্যান্ড পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে। ভারতের শেষ চার উইকেট পড়ল মাত্র ৬ রানে।

Advertisement

গত ম্যাচে সেঞ্চুরি করে হার বাঁচানো ওয়াশিংটন সুন্দরকে নিয়েও অনেক আশা ছিল। তিনি আউট হলেন ২৬ রানে। এরপর 'আয়ারাম গয়ারাম' অবস্থা হল টেল এন্ডারদের। মহম্মদ সিরাজ, আকাশ দীপ কোনও রান না করেই সাজঘরে ফিরলেন। এভাবেই দ্বিতীয় দিন শুরুর মাত্র ২৭ মিনিটের মধ্যে শেষ হয়ে গেল ভারতের ইনিংস। গাস অ্যাটকিনসন নিলেন ৩৩ রানে ৫ উইকেট। তবে যেভাবে টংয়ের একটা সোজা বল মিস করে এলবিডব্লিউ হলেন নায়ার, তাতে তাঁর ফুটওয়ার্কের করুণ ছবিটাই ফুটে উঠল।

অ্যাটকিনসনের বলে ওভার্টনের হাতে ক্যাচ দিলেন ওয়াশিংটন সুন্দর। এরপর ভারতের ইনিংস শেষ হওয়াটা যেন ছিল কেবল সময়ের অপেক্ষা মাত্র। অ্যাটকিনসন ছাড়াও জোশ টং ৩টি এবং ক্রিস ওকস ১ উইকেট পেয়েছেন। ওভালে দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছিল ইংল্যান্ড। চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ওকস। প্রথমদিনের খেলা চলাকালীন বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই ওভালে আর নামতে পারবেন না তিনি। দ্বিতীয় দিনের খেলা শুরুর আগেই সেকথা জানিয়ে দিয়েছিল ইসিবি।

প্রথম দিন চোট পেয়ে মাঠ ছাড়ার আগে কেএল রাহুলের উইকেটও নেন ওকস। ৫৭তম ওভারে করুণ নায়ারের ড্রাইভ আটকাতে বাউন্ডারি লাইনে ডাইভ দেন। বাউন্ডারি বাঁচিয়ে ফেললেও বাঁ কাঁধে চোট পান ওকস। যন্ত্রণায় কাতরাতে কাতরাতেই মাঠ ছেড়ে বেরিয়ে যান তিনি। তখনই অনুমান করা গিয়েছিল, ওভালে আর বল করতে পারবেন না ইংরেজ পেসার। তবে, তাঁকে ছাড়া ভারতের বাকি চার উইকেট ফেলতে খুব বিশেষ কসরত করতে হল না ইংল্যান্ডের বাকি পেসারদের। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একা কুম্ভ হয়ে ওভালে প্রথম দিন লড়াই করেছিলেন করুণ নায়ার।
  • কিন্তু দ্বিতীয় দিন নায়ার আউট হতেই যেন খেই হারিয়ে ফেললেন বাকি ব্যাটাররাও।
  • ইংল্যান্ড পেসারদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে টিম ইন্ডিয়ার ইনিংস শেষ হল মাত্র ২২৪ রানে।
Advertisement