সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কামব্যাকের আশা থেকে ক্যাচ মিস। প্রশ্ন অনেক, উত্তর কি জানা? এজবাস্টনে বুধবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টের আগে সাংবাদিক সম্মেলনে যে সব বিষয়ে ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল কথা বলে গেলেন...
জশপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নির্বাচনযোগ্য কি না
অবশ্যই। বুমরাহ অ্যাভেলেবল। নির্বাচনযোগ্য। কিন্তু সিরিজের আগেই আমরা জানতাম যে, বুমরাহকে তিনটে টেস্টের বেশি পাওয়া যাবে না। আমাদের ওর ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকটা দেখতে হবে। আমরা এমন একটা কম্বিনেশন খুঁজে বার করতে চাইছি, যাতে বিপক্ষের কুড়িটা উইকেট নেওয়া যায়। আমরা পিচ দেখার পর চূড়ান্ত টিম কম্বিনেশন ঠিক করব।
সিরিজে ফিরে আসা
আমরা জানি, কাজটা মোটেও সহজ হবে না। কঠিন হবে। কিন্তু আমরা যাদের স্কোয়াডে নিয়েছি, তারা ভারতের শ্রেষ্ঠ ১৫-১৬ জন প্লেয়ার। আর কাজটা কঠিন হলেও মোটেও অসম্ভব নয়। আমাদের অন্য বোলাররাও ভালো পারফর্ম করছে। একটা যথেষ্ট দক্ষ প্লেয়ার পুল রয়েছে। ঠিক যে কারণে আমরা বিদেশের মাটিতে লড়তে আর ভয় পাই না।
ভারত কি এজবাস্টনে দুই স্পিনারে খেলতে নামবে?
লিডসে যে রকম পরিবেশ-পরিস্থিতি ছিল, তাতে আমাদের মনে হয়েছে যে, বাড়তি একজন স্পিনার থাকলে মন্দ হত না। পরিবেশ যদি একই থাকে, দ্বিতীয় স্পিনার নিয়ে নামলে লাভই হবে দিন শেষে।
টিমের স্লিপ ক্যাচিং 'রোগ'
আসলে কখনও কখনও বল দেখতে সমস্যা হয়। কঠিন হয়ে পড়ে। কারণ, ইংল্যান্ডে বল সব সময় মুভ করে। সুইং হয়। কিন্তু আমরা প্রস্তুতি নিয়েছি ভালো করে। আশা করছি, এবার থেকে স্লিপ ক্যাচিংয়ের রোগ আর আমাদের ভোগাবে না।
দুই দলের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে ক্রমবর্ধমান তফাত
এটা নিয়ে প্রায়শই আমাদের কথা হয়। আমাদের ব্যাটিং গভীরতা যা, তাতে বাকি টিমের তুলনায় আমাদের লোয়ার অর্ডার অত বেশিও অবদান রাখতে পারেনি। কিন্তু আর একটা দিকও রয়েছে। লিডসে প্রথম ইনিংসে আমি ১৪৭ রানের মাথায় দাঁড়িয়ে যে শট খেলে আউট হলাম, তা যদি না হতাম, যদি আর পঞ্চাশটা রান বেশি করতাম, তা হলে অন্য রকম হতেই পারত। আপনি যদি ভালো বলে আউট হয়ে যান, কিছু করার থাকে না। কিন্তু যদি আপনি একবার সেট হয়ে যান, তা হলে বুঝেশুনে শট খেলা দরকার। বিশেষ করে ব্যাটিং অর্ডারে যদি সে রকম গভীরতা না থাকে। আমার মতে, সেক্ষেত্রে টিমের টপ অর্ডার ব্যাটিংকে আরও বেশি দায়িত্ব নিতে হবে। দেখতে হবে, ব্যাট করে যাতে বিপক্ষকে ম্যাচ থেকে হঠিয়ে দেওয়া যায়। যাতে ওরা কোনও ভাবে আর ম্যাচে না ফিরে আসতে পারে।
