সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রানের স্ফুলিঙ্গ শুভমান গিলের ব্যাটে। একাধিক রেকর্ড গড়ে ফের শতরান শুভমান গিলের। ১২৯ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। তিনি সাজঘরে ফেরেন ১৬১ রানে। কিন্তু অধিনায়কের জন্যই বিপাকে পড়তে পারে বিসিসিআই। দিতে হতে পারে ২৫০ কোটি টাকার গচ্ছাও।
দ্বিতীয় ইনিংসে গিল আউট হওয়ার পরই ৬ উইকেটে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। ইংল্যান্ডের সামনে লক্ষ্য ৬০৮। নায়কের ভঙ্গিতে ড্রেসিংরুম থেকে বেরিয়ে এসে গিল দাঁড়ান এজবাস্টনের গ্যালারির জানলায়। দু'হাত তুলে ডেকে নেন রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরকে। আর সেখানেই বেঁধেছে যত গন্ডগোল।
গিল যখন ড্রেসিংরুমের জানলায় এসে ডিক্লেয়ার ঘোষণা করেন, তখন তাঁর পরনে ছিল কালো রংয়ের ইনার। যেখানে ছিল নাইকির লোগো। ব্যক্তিগতভাবে তিনি এই সংস্থার হয়ে প্রচার করেন। কিন্তু ভারতীয় দলের জার্সির স্পনসর প্রতিদ্বন্দ্বী সংস্থা অ্যাডিডাস। ২০২৮ পর্যন্ত অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে। ফলে নাইকির লোগো দেওয়া ইনার পরে 'মাঠে' থাকা এক অর্থে চুক্তিভঙ্গ। এক হতে পারে, গিলের বিরুদ্ধে বোর্ড কোনও ব্যবস্থা নিল। নতুবা অ্যাডিডাস থেকেও বোর্ডের থেকে ক্ষতিপূরণ চাইতে পারে।
সেই সঙ্গে নেটিজেনদের মধ্যে প্রশ্ন, শুভমান এই কাণ্ড ঘটালেন কেন? অনেকে মনে করছেন, শুভমান এই কাজটা ইচ্ছাকৃত করেছেন, যাতে নাইকি প্রচার পায়। আবার অনেকে বলছেন, 'সারাবছর খেটে মরে একজন, আর প্রচার পেয়ে গেল অন্য একজন।' কেউ কেউ মজা করে বলছেন, 'বাবা-মা জোর করে অ্যাডিডাস হতে বলেছিল, ছেলে নাইকি হয়ে গিয়েছে।' উল্লেখ্য, লিডস টেস্টে জুতোর ভিতর কালো মোজা পরে নেমেছিলেন তিনি। যা নিয়মবিরুদ্ধ। তবে কোনও শাস্তি হয়নি সেই জন্য।
