সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট হার ভুলে টিম ইন্ডিয়ার আপাতত একটাই লক্ষ্য- জয়ের সরণিতে ফেরা। সেই লক্ষ্যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যে ভারতীয় টিমের মূল কাণ্ডারি, না বললেও চলে। তবে গত চব্বিশ ঘণ্টা ধরে বাকি দলীয় কম্বিনেশন নিয়ে প্রচুর জল্পনা চলছে।
টেস্ট সিরিজে ঋষভ পন্থ যে সব শটে আউট হয়েছেন, সেটা মোটেই পছন্দ হয়নি গম্ভীরের। সরসারি ঋষভের নাম না করলেও গম্ভীর স্পষ্টভাবে বলে যান, গ্যালারির কথা না ভেবে টিমের প্রয়োজন অনুযায়ী খেলা উচিত ক্রিকেটারদের। এখন যা পরিস্থিতি, তাতে ধোনির শহরে ঋষভ খেলবেন কি না, স্পষ্টভাবে বলা যাচ্ছে না। বরং মিডল অর্ডারে রুতুরাজ গায়কোয়াড়ের খেলার সম্ভাবনা বেশি।
নেটে শনিবারও দীর্ঘক্ষণ ব্যাট করেছেন যিনি। ওয়ানডে'তে ভারতীয় টিম তিন স্পিনারের ফর্মুলাতেই যাচ্ছে। রবীন্দ্র জাদেজা টিমে ফিরেছেন। সঙ্গে ওয়াশিংটন সুন্দর আর কুলদীপ যাদব। নীতীশ কুমার রেড্ডির উপর ভরসা হারাচ্ছেন না কোচ গম্ভীর। দুই পেসার হর্ষিত রানা এবং অর্শদীপ সিংয়ের সঙ্গে পেসার অলরাউন্ডার হিসেবে হয়তো খেলবেন তিনিই। টিম কম্বিনেশনের সঙ্গে উইকেট নিয়েও আলোচনা চলছে ভালোরকম। গোটা টেস্ট সিরিজ জুড়ে বিবিধ তর্ক-বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে বাইশ গজ। এ দিন রাহুলকে প্রেস কনফারেন্সে প্রথম প্রশ্নই করা হল পিচ নিয়ে। ভারতীয় অধিনায়ক বললেন, "আমি এখনও পিচ দেখেনি। তবে অতীতে এখানে ভালো পিচ হয়েছে। রান হয়েছে। আশা করি এবারও সেরকমই পিচ পাব আমরা।"
শোনা যাচ্ছে, রাঁচির পিচে বিতর্কের তেমন অবকাশ থাকছে না। এখানে অতটা স্পিন সহায়ক পিচ পাবেন না বোলাররা। বরং ব্যাটাররা অনেক বেশি সুবিধা পেতে পারেন। স্পিনের তুলনায় পেসাররা ভালো করার সম্ভাবনা রয়েছে। তবে সব অঙ্ক বদলে দিতে পারে শিশির। বছরের এই সময়টা সন্ধের দিকে পূর্ব ভারতে অতিমাত্রায় শিশির পড়ে। সেক্ষেত্রে স্পিনারদের পক্ষে বোলিং আরও সমস্যার হতে পারে। তবে সেই সমীকরণ উপেক্ষা করেই টিম ইন্ডিয়া ভরসা রাখছে চেনা কম্বিনেশনে। ৩ স্পিনার, দুই পেসার।
বাইশ গজের চরিত্র যা-ই হোক শেষ পর্যন্ত, রাহুলরা খুব ভালোভাবে জানেন টেস্ট সিরিজের 'হ্যাংওভার' কাটিয়ে উঠতে না পারলে চাপ আরও বাড়বে। দেখা যাক, শেষে কী হয়? দেখা যাক, কলকাতা-গুয়াহাটি যা পারেনি, পূর্ব ভারতের আর এক শহর তা পারে কি না? দেখা যাক, মহেন্দ্র সিং ধোনির শহরে হারের কৃষ্ণচ্ছায়া কাটিয়ে নতুন সূর্যোদয়ের মুখ ভারতীয় ক্রিকেট ফের দেখে কি না
