সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে ভারতের অবস্থা যে বেশ খারাপ, তা দিনের আলোর মতো স্পষ্ট। গম্ভীর জমানায় ওয়ানডেতে পারফরম্যান্স মন্দের ভালো। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের কৃতিত্ব যেমন আছে, তেমনই অস্ট্রেলিয়া থেকে হেরে আসার ব্যর্থতাও রয়েছে। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর দেশের মাটিতে এটা ভারতের দ্বিতীয় ওয়ানডে সিরিজ। সেই সিরিজ জয়ের জন্য টিম ইন্ডিয়ার ভরসা রোহিত-কোহলিই।
তাঁরা ছাড়া যে ভারতীয় দল অসম্পূর্ণ সেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দু'টি ম্যাচে প্রমাণ হয়ে গিয়েছে। কোহলি দু'টি ম্যাচেই সেঞ্চুরি করেছেন, রোহিত প্রথমটিতে হাফসেঞ্চুরি করেছেন। রাঁচির পর রায়পুরেও ভারত ৩০০-র বেশি রান তুলেছে। কিন্তু প্রথমটিতে জিতলেও, দ্বিতীয়টিতে জিততে পারেনি। সিরিজ আপাতত ১-১। ফলে যত নজর এখন বিশাখাপত্তনমে তৃতীয় ম্যাচে।
ভারতের জন্য সুখবর কেএল রাহুলের ফর্ম। অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি দু'টি ম্যাচেই হাফসেঞ্চুরি করেছেন। পাশাপাশি রায়পুরে সেঞ্চুরি পেয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। যাঁকে নিয়ে রবিচন্দ্রন অশ্বিন পর্যন্ত বলছেন, "রুতুরাজকে চার নম্বরে খেলানোই যায়। সিমারদের ও ভালো খেলে। আর স্পিন ওর থেকে ভালো কেউ খেলতে পারে না। শ্রেয়স ফিরে আসার পরও রুতুরাজকে খেলানোই যায়। ওর মতো প্লেয়ারকে আরও খেলানো উচিত।"
তবে সমস্যাও আছে। একে তো ভারতীয় বোলিং খুব একটা দাগ কাটতে পারছে না। তার উপর আছে টস ভাগ্য। টানা ২০টি ওয়ানডে ম্যাচে টসে হেরেছে টিম ইন্ডিয়া। যে কারণে পরে বল করতে হচ্ছে। যেখানে শিশির একটা বড় ভূমিকা নিচ্ছে। বিশাখাপত্তনমের পিচেও বড় রান ওঠার সম্ভাবনা আছে। ফলে টস গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ভারত সম্ভবত প্রথম একাদশে কোনও বদল করবে না। এবার দেখার টেস্ট সিরিজে হারের যন্ত্রণা ভুলে ওয়ানডে সিরিজ ভারত জিততে পারে কি না।
