shono
Advertisement
Andre Russell

রাসেলের অবসরের নেপথ্যে শাহরুখ! মিনি নিলামের আগে মন্তব্য কেকেআর কর্তার

কী বলেছেন তিনি?
Published By: Prasenjit DuttaPosted: 10:10 PM Dec 05, 2025Updated: 12:40 AM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি নিলামের আগেই ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে অবাক করে দিয়েছিল কেকেআর। ফলে নাইটদের সঙ্গে তাঁর ১১ বছরের সেই সম্পর্ক সাঙ্গ হয়েছে। এরপর আইপিএল থেকে অবসর নিয়েছেন ‘দ্রে-রাস’। অবসরের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান। এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।

Advertisement

এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ওকে ছেড়ে দেওয়া হবে শুনে প্রথমে কিছুটা কষ্ট পেয়েছিল। শাহরুখকে জানানো হয় বিষয়টা। ও-ই বলে রাসেল অবসর নিয়ে আমাদের কোচ হয়ে যাক। সব ক্রিকেটারই তো কেরিয়ারের শেষ লগ্নে গিয়ে ভাবে, এরপর কী করবে? রাসেল সেসব ভেবেছিল বলে মনে হয় না। তবে প্রস্তাব লুফে নেয়।"

গত বছর মেগা নিলামের আগে রাসেলকে ধরে রাখা হয়েছিল ১২ কোটি টাকায়। কিন্তু কেকেআরের কাছ থেকে কাটা হয় ১৮ কোটি টাকা। এই প্রসঙ্গে মাইসোর বলছেন, "গত মরশুমে রাসেলের চুক্তি ১২ কোটি টাকার হলেও আমাদের কাছ থেকে কাটা হয়। অনেকেই এটা বুঝতে পারেননি। তাঁরা ভেবে বসেন ১২ কোটি টাকার জন্য কেকেআর হয়তো রাসেলকে ছেড়ে দিল। কিন্তু এই ধরনের ছোট নিলামের ক্ষেত্রে ১৮ কোটি অনেক টাকা। আবার ১২ কোটিও অনেক টাকা। এটুকু বলতে পারি, রাসেলের মতো ক্রিকেটারের দাম ১২ কোটির অনেক বেশি। তবে ওকে ছেড়ে দিয়ে ১৮ কোটি টাকা ফান্ডে থাকলে সেটা যথেষ্ট।"

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাসেল বলেছিলেন, “উইসেন বোল্টের কথা ভাবুন। কিংবা এবি ডিভিলিয়ার্স। দু’জনই কিন্তু কেরিয়ারের মধ্যগগনে থাকাকালীন অবসর নিয়েছিলেন। সেই সময় সকলেরই প্রশ্ন ছিল, কেন তাঁরা এমন সিদ্ধান্ত নিলেন। এই মুহূর্তে আমিও কেরিয়ারের এমন জায়গায় রয়েছি। তাই মনে হয়, আমার জন্য অবসরের এটাই সঠিক সময়। আমি ভবিষ্যতের জন্য ছাপ রেখে যেতে চাই। যাতে কেউ বলতে না পারে, আমার আরও তিন-চার বছর আগে অবসর নেওয়া উচিত ছিল। এ কথা ভেবেই আমি সরে দাঁড়িয়েছি।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মিনি নিলামের আগেই ক্যারিবিয়ান তারকাকে ছেড়ে অবাক করে দিয়েছিল কেকেআর।
  • অবসরের সিদ্ধান্তের নেপথ্যে রয়েছেন শাহরুখ খান।
  • এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন কেকেআর সিইও বেঙ্কি মাইসোর।
Advertisement