shono
Advertisement
Mohammed Shami

'বঞ্চিত'দের আড্ডা! হায়দরাবাদে নিজের রেস্তরাঁয় শামিকে আমন্ত্রণ সিরাজের, সঙ্গী আর কারা?

সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে হায়দরাবাদে আছে বাংলা দল।
Published By: Arpan DasPosted: 09:50 AM Dec 06, 2025Updated: 09:50 AM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। আরেকজনকে কার্যত এক ফরম্যাটের ক্রিকেটার বানিয়ে ফেলা হয়েছে। অবশেষে দেখা হল দুই পেসারের। তবে ক্রিকেট মাঠে নয়। হায়দরাবাদে নিজের রেস্তরাঁয় মহম্মদ শামিকে আমন্ত্রণ করেছিলেন মহম্মদ সিরাজ। সেখানে ছিলেন বাংলার আরও দুই পেসার- মুকেশ কুমার ও আকাশ দীপ।

Advertisement

এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফি খেলতে হায়দরাবাদে আছে বাংলা দল। শনিবার সকালে মহম্মদ শামি, আকাশ দীপ, মুকেশ কুমারের মতো পেসারদের নিয়ে পণ্ডিচেরির বিরুদ্ধে নেমেছে বাংলা। তার আগে হায়দরাবাদে 'বঞ্চিত'দের আড্ডা! সিরাজ নিজের রেস্তরাঁয় ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলার পেসারদের। ছিলেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণও। মহম্মদ শামি সেই ছবি সোশাল মিডিয়ায় দিয়ে লিখেছেন, 'মহম্মদ সিরাজ আমাকে ও সতীর্থদের তার রেস্তরাঁয় নিমন্ত্রণ করেছিল। যা আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী করে তুলবে। আমরা দারুণ খাওয়াদাওয়া করেছি। অনেক হাসিঠাট্টায় মেতেছি। মাঠে ও মাঠের বাইরে আমাদের জুটি আরও পোক্ত হোক। এত ভালো আতিথ্যের জন্য ধন্যবাদ।'

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দলে ছিলেন সিরাজ। কিন্তু ওয়ানডে সিরিজে তাঁকে 'বিশ্রাম' দেওয়া হয়েছে। তবে তাঁকে সম্প্রতি ইডেনে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ম্যাচ খেলতে দেখা যায়। যা নিয়ে অনেকেরই প্রশ্ন, তাহলে 'বিশ্রাম' দেওয়ার কী অর্থ? আবার অনেকে বলছেন, সিরাজকে এখন শুধুই টেস্ট খেলানো হচ্ছে। দারুণ পারফর্ম করেও ওয়ানডে বা টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে না।

অন্যদিকে শামি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ঘরোয়া ক্রিকেটে রনজির পর টি-২০ ফরম্যাটেও নজরকাড়া পারফরম্যান্স তাঁর। যদিও নির্বাচক কমিটির প্রধান আগরকর দাবি করেছেন, শামিকে নিয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই। সেই বার্তার পালটা দিয়েছিলেন তারকা পেসারও। ঘরোয়া ক্রিকেটে শামির বোলিংও দেখে গিয়েছেন জাতীয় নির্বাচকরা। তাতেও জাতীয় দলের দরজা খোলেনি শামির জন্য। প্রসিদ্ধ কৃষ্ণ-হর্ষিত রানার দুর্দশা দেখেও শামিদের ফেরানো হচ্ছে না জাতীয় দলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একজন পারফর্ম করেও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না।
  • আরেকজনকে কার্যত এক ফরম্যাটের ক্রিকেটার বানিয়ে ফেলা হয়েছে। অবশেষে দেখা হল দুই পেসারের।
  • তবে ক্রিকেট মাঠে নয়। হায়দরাবাদে নিজের রেস্তরাঁয় মহম্মদ শামিকে আমন্ত্রণ করেছিলেন মহম্মদ সিরাজ।
Advertisement