shono
Advertisement

Breaking News

IND vs SA

রাহুলের বাঁয়ে হাত কা খেলেই দু’বছর পর ওয়ানডেতে টস জিতল ভারত, প্রথম একাদশে নতুন কে?

টসে জিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন অধিনায়ক কেএল রাহুল।
Published By: Arpan DasPosted: 01:08 PM Dec 06, 2025Updated: 01:43 PM Dec 06, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে ওয়ানডেতে টসে জিতল ভারত। প্রায় দুই বছর পর 'মুদ্রাদোষ' কাটল ভারতের। টসে জিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন অধিনায়ক কেএল রাহুল। দর্শকও আনন্দে উদ্বেল। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে ওয়াশিংটন সুন্দরকে বসিয়ে সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে।

Advertisement

টানা ২০টা ম্যাচ টসে হেরেছিল ভারত। রোহিত শর্মা, শুভমান গিল থেকে কেএল রাহুল, ভারতের ‘মুদ্রাদোষ’ বদলাচ্ছিল না। অবশেষে সেই ধারা রাহুলই ভাঙলেন। তবে বাঁহাতে। সাধারণত ডানহাতে টস করেন রাহুল। কিন্তু বিশাখাপত্তনমে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি টস করলেন বাঁহাতে। আর তাঁর সেই 'বাঁয়ে হাত কা খেলে'ই জাদু! দু'বছর পর ওয়ানডেতে টসে জিতল ভারত। শেষবার টসে জিতেছিল ২০২৩-র নভেম্বরে, বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আর টস জেতার পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস দেখে কে? রাহুল যেভাবে হাত মুষ্টিবদ্ধ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন, তাতে মনে হল সিরিজই জিতে গিয়েছেন। ঋষভ পন্থ থেকে মর্নি মর্কেল, শুভেচ্ছার বৃষ্টিতে ভাসছিলেন তিনি। রাহুল আবার বুঝিয়ে দিলেন, কোন ফরমুলায় টস জিতেছেন। অন্যদিকে দর্শকদের আনন্দ থামছেই না। যেন কোনও 'মিরাকলে'র সাক্ষী থাকলেন বিশাখাপত্তনমের দর্শকরা। তাঁদের চিৎকারে বেশ খানিকক্ষণ কথাই বলতে পারলেন না রাহুল। এমনকী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা পর্যন্ত হেসে ফেললেন।

এই ম্যাচে ওয়াশিংটন সুন্দরের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তিলক বর্মাকে। এশিয়া কাপ জয়ের 'নায়ক'কে কেন সুযোগ দেওয়া হচ্ছে না, সেটা নিয়ে প্রশ্ন উঠছিল। তিনিও বল করে দিতে পারেন। বিশাখাপত্তনমে রাতের দিকে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তবে রাহুলের বিশ্বাস, শিশির পড়তে একটু দেরি হবে। দক্ষিণ আফ্রিকা দলে দুই বদল এসেছে। নান্দ্রে বার্গার ও টোনি ডি জর্জির জায়গায় খেলবেন ওটনিল বার্টমান ও রায়ান রিকেলটন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে ওয়ানডেতে টসে জিতল ভারত। প্রায় দুই বছর পর 'মুদ্রাদোষ' কাটল ভারতের।
  • টসে জিতে উচ্ছ্বসিত হয়ে উঠলেন অধিনায়ক কেএল রাহুল।
  • দর্শকও প্রবল উচ্ছ্বসিত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত।
Advertisement