shono
Advertisement

Breaking News

Syed Mushtaq Ali Trophy

শামির দুর্দান্ত বোলিং সত্ত্বেও বিশ্রী হার, মুস্তাক আলির নকআউটের অঙ্ক জটিল হল বাংলার

জঘন্য ব্যাটিং বাংলা দলের।
Published By: Subhajit MandalPosted: 02:29 PM Dec 06, 2025Updated: 02:43 PM Dec 06, 2025

পন্ডিচেরি ১৭৭/৫ (আমন খান ৭৪, মহম্মদ শামি ৩/৩৪)
বাংলা ৯৬/১০ (করন লাল ৪০)
পন্ডিচেরি ৮১ রানে জয়ী।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিযানের শুরুটা দুর্দান্ত করেই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের নকআউটে খেলাটা দুরূহ মনে হচ্ছে না বাংলার জন্য। সৌজন্যে পণ্ডিচেরির বিরুদ্ধে বিশ্রী হার। ব্যাটিং বিপর্যয়ের জেরে ৮১ রানের বিরাট ব্যবধানে হারল বাংলা দল।

শনিবার সকালে হায়দরাবাদের জিমখানা গ্রাউন্ডে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। শুরুটা খুব একটা খারাপ হয়নি। মহম্মদ শামি চলতি টুর্নামেন্টে দারুণ ফর্মে। শনিবারও তিনি ৩টি উইকেট তুললেন। ৩টিই পণ্ডিচেরির টপ অর্ডারের। কিন্তু শামির ৩ উইকেট ও ঋত্তিক চট্টোপাধ্যায়ের ২ উইকেট সত্তেও পণ্ডিচেরি নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান তুলে দেয়। ৪০ বলে ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেন অধিনায়ক আমন খান। যশবন্ত শ্রীরামও ৩৪ বলে ৪০ রানের ভালো ইনিংস খেলেন।

জবাবে শুরুটা খুব খারাপ হয়নি বাংলারও। মাত্র ৪ ওভারে ৪৪ রানে পৌঁছে যায় বাংলা দল। কিন্তু তারপর থেকেই শুরু বিপর্যয়। চতুর্থ ওভারের শেষ বলে ১১ রান করে আউট হন অভিষেক পোড়েল। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং বিভাগ। একা করণ লাল ২৩ বলে ৪০ রান ছাড়া আর কেউ পাতে দেওয়ার মতো ইনিংস খেলতে পারেননি। বাংলার শেষ আট ব্যাটার আউট হন সিঙ্গল ডিজিটে। শেষমেশ ১০০ রানেও পৌছতে পারেনি বাংলা। হার ৮১ রানে। একা জয়ন্ত যাদব পান ৪ উইকেট।

বিরাট ব্যবধানে হেরে সৈয়দ মুস্তাক আলি ট্রফি অভিযান প্রায় শেষ বাংলার। শেষ ম্যাচে হরিয়ানাকে হারালেও নেট রান রেটের জন্য কোয়ার্টার ফাইনালে পৌছানো কার্যত অসম্ভব হয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অভিযানের শুরুটা দুর্দান্ত করেই সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের নকআউটে সম্ভবত খেলা হচ্ছে না বাংলার।
  • সৌজন্য পণ্ডিচেরির বিরুদ্ধে বিশ্রী হার।
  • ব্যাটিং বিপর্যয়ের জেরে ৮১ রানের বিরাট ব্যবধানে হারল বাংলা দল।
Advertisement