সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব- বর্তমানে তিনি এক ধাঁধা। কিছু সময় আগেও টি-টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর ব্যাটার ছিলেন সূর্য। এমন নয়, তিনি ভারতের হয়ে আর কোনও ফরম্যাট খেলেন। একমাত্র টি-টোয়েন্টিতে সূর্যকে দেখা যায়। সেই ফরম্যাটে ইদানিংকালে তাঁর ফর্ম এমনই তলানিতে যে, বিশ্বকাপের আগে অধিনায়ককে নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন দেশের ক্রিকেটপ্রেমীরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৫ রানে আউট হন। তবে তিলক বর্মা জানিয়ে গেলেন, সূর্যকে (Suryakumar Yadav) কবে ফর্মে দেখা যাবে।
স্বপ্নের ফর্ম আছেন তিলক বর্মা। তিনি ৪২ বলে ৭৩ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যা ভারতীয় দলের জন্য বিরাট স্বস্তির। তিনি পরামর্শ দিচ্ছিলেন সূর্যকে। তিলক বলেন, "আমি ওকে মাঝের দিকে বলছিলাম, ধৈর্য ধরো। শান্ত হও। কয়েকটা বল খেলো। যদি দল চায়, তাহলে আমি রান তোলার ঝুঁকি নিতে পারি। তুমি ক্রিজে কিছুক্ষণ সময় কাটাও। ব্যাটের মাঝখান দিয়ে বল মারার চেষ্টা করো। আমি ওকে সেটাই বলছিলাম।"
তিলকের সংযোজন, "যদি ও আত্মবিশ্বাস ফিরে পায়, তাহলে দেখবেন ও কতটা ভয়ানক। আগেও আমরা সেটা দেখেছি। আমরা জানি ও কীভাবে খেলে। তাই আমার মনে হয়, যদি ও কয়েকটা বল সেই মুহূর্তে খেলে নিতে পারে, তাহলে দেখা যাবে সব বল বাউন্ডারির উপর দিয়ে যাবে। আমি ওকে বলছিলাম ফিল্ডারদের মধ্যে জায়গা খোঁজো। জানি এটা ওর দিন ছিল না। কিন্তু সবাই সেই একটা দিনের অপেক্ষা করছে। যদি ও একটা ইনিংসে রান করতে পারে। তাহলেই বোঝা যাবে ও কতটা বিপজ্জনক।"
চলতি বছরে একুশটা টি-টোয়েন্টি ম্যাচে উনিশ ইনিংস খেলেছেন সূর্য। রান করেছেন মাত্র ২১৯। ব্যাটিং গড় ১৫-র নীচে! মাত্র একটা হাফসেঞ্চুরি সহ। হালফিলে সূর্য সাংবাদিক সম্মেলনে এসে নিজের ফর্ম নিয়ে প্রায়ই বলেন যে, নেটে খেলতে কোনও রকম অসুবিধে হচ্ছে না তাঁর। রান পাওয়াটা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার শেষ কোথায়, বিশেষ বোঝা যাচ্ছে না।
