সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত মহিলাদের বিশ্বকাপের দিনক্ষণ। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।
এবারের বিশ্বকাপে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বরই। তবে হরমনপ্রীত-স্মৃতিদের প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনও ঠিক হয়নি। কিন্তু পাকিস্তান দলের ম্যাচ পড়তে পারে কলম্বোয়। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হওয়ার কথা। টুর্নামেন্টের একটি সেমিফাইনাল হবে কলম্বো বা গুয়াহাটিতে, অন্যটি বেঙ্গালুরুতে।
চূড়ান্ত সূচি এখনও ঘোষণা হয়নি। দুটি গ্রুপে ভাগ করা হবে আটটি দলকে। ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম এবং শ্রীলঙ্কার কলম্বোতে ম্যাচগুলি হবে। অর্থাৎ ইডেনে কোনও ম্যাচ পড়ছে না। ১৩তম মহিলাদের বিশ্বকাপের আসরে কে কোন গ্রুপে পড়ে, সেই নিয়ে আগ্রহ তুঙ্গে থাকবে। কারণ ভারত-পাকিস্তান এক গ্রুপে পড়লে কী পরিস্থিতি দাঁড়ায়, সেদিকেও নজর। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দু'দেশের সংঘাতের রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠে আদৌ কোনও ছাপ ফেলে কি না, সেটাও দেখার।
এর সঙ্গেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। ১২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ইংল্যান্ডে এই প্রতিযোগিতা চলবে। সেমিফাইনাল হবে ৩০ জুন ও ২ জুলাই।
