shono
Advertisement
Shubman Gill Injury

গুয়াহাটি টেস্টে গিলের খেলার সম্ভাবনা এখনও বেঁচে! আশার বাণী শোনালেন ভারতের কোচ

গিল না খেললে গুয়াহাটিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ।
Published By: Anwesha AdhikaryPosted: 05:51 PM Nov 20, 2025Updated: 06:43 PM Nov 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটি টেস্টে শুভমান গিলের খেলার সম্ভাবনা রয়েছে এখনও! বৃহস্পতিবার একথাই জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। ক্রিকেটমহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটি টেস্টে (Guwahati Test) খেলার কোনও সম্ভাবনাই নেই ভারতের টেস্ট অধিনায়কের। গিল দলের সঙ্গে গুয়াহাটি গিয়েছেন বটে কিন্তু তিনি মাঠে নামবেন না। কিন্তু ভারতের ব্যাটিং কোচ গিলের মাঠে নামা নিয়ে এখনও আশাবাদী।

Advertisement

ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল (Shubman Gill Injury)। পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। তবে শুভমানের ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার থেকে তিনি অনেকটা দূরে। তবে গুয়াহাটি টেস্ট খেলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, ক্লিনিকালি ফিট হয়ে গেলেও শুভমানের দ্বিতীয় টেস্ট খেলতে নেমে পড়া উচিত কি? ডাক্তারারা বলছেন, শুভমানের উচিত নয় এই অবস্থায় ঝুঁকি নিয়ে খেলতে নেমে পড়া। কারণ, তাঁর যদি খেলতে নেমে ফের লেগে যায়, আরও লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হবে।

এহেন পরিস্থিতিতে সীতাংশু জানিয়েছেন, বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুশীলন করেননি শুভমান। ব্যাটিং কোচের কথায়, "গিল আদৌ পুরোপুরি সুস্থ হয়েছে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন ফিজিও এবং চিকিৎসকরা। ও পুরো ফিট হয়ে গেলেও ঘাড়ে ব্যথা আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। সেটা খেয়াল রাখতে হবে। কারণ আবারও ঘাড়ে লাগলে পরের ম্যাচগুলোতে গিল খেলতে পারবে না। কোনও দলই চাইবে না গিলের মতো ক্রিকেটার বাইরে বসে থাক।"

ব্যাটিং কোচ জানালেন, বৃহস্পতিবার অনুশীলন না করলেও শুক্রবার ফিটনেস টেস্ট দেবেন শুভমান। সেই টেস্টের ফল জানা যাবে শুক্রবার বিকেলে। তবে গিল যদি একান্তই খেলতে না পারেন, তাহলে দলে ফিরতে পারেন তাঁরই বন্ধু সাই সুদর্শন। কোনও এক অজ্ঞাত কারণে যাকে ইডেন টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল। ও আরও একটা বিষয় লক্ষনীয়, গিল না খেললে গুয়াহাটিতে অধিনায়কত্ব করবেন ঋষভ পন্থ। ইডেন টেস্টে যার অধিনায়কত্ব নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল। পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
  • কারণ আবারও ঘাড়ে লাগলে পরের ম্যাচগুলোতে গিল খেলতে পারবে না। কোনও দলই চাইবে না গিলের মতো ক্রিকেটার বাইরে বসে থাক।
  • ব্যাটিং কোচ জানালেন, বৃহস্পতিবার অনুশীলন না করলেও শুক্রবার ফিটনেস টেস্ট দেবেন শুভমান। সেই টেস্টের ফল জানা যাবে শুক্রবার বিকেলে।
Advertisement