সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্থান বদল হলেও ফলাফলের বদল হয় না। ক্রিকেটে পাকিস্তানকে হারানোটা অভ্যাসে পরিণত করে ফেলেছে ভারত। এদিনও তার ব্যতিক্রম হল না। দীনেশ কার্তিকের নেতৃত্বে হংকং সিক্সে পাকিস্তানের 'তরুণ'দের বিরুদ্ধে জয় পেল ভারত।
শুক্রবার টসে জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাক অধিনায়ক। শুরু থেকেই মেন ইন ব্লুর দুই ওপেনার রবিন উথাপ্পা এবং ভারত চিপলি ঝড়ের গতিতে শুরু করেন। ১১ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন উথাপ্পা। ২টি চার, ৩টি ছক্কা দিয়ে ইনিংসটি সাজানো। মহম্মদ শেহজাদের বলে তিনি যখন ফেরেন, ভারতের রান ২.৩ বলে ৪২। এরপর আবদুল সামাদের বলে আউট হন চিপলি (২৪)। দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় ভারত।
সেখান থেকে ভারতীয় ইনিংসের হাল ধরেন অধিনায়ক দীনেশ কার্তিক। ৬ বলে ১৭ রান করেন তিনি। ২টি চার এবং ১টি ছক্কা মেরে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। ভারতীয় দলে ছিলেন স্টুয়ার্ট বিনি, অভিমন্যু মিঠুনের মতো তারকাও। যদিও রান পাননি তাঁরা। বিনি ৪ এবং মিঠুন ৬ রানে সাজঘরে ফেরেন। ৬ ওভারে ভারত তোলে ৪ উইকেটে ৮৬ রান। পাকিস্তানের হয়ে শেহজাদ ২টি এবং সামাদ নেন ১ উইকেট।
জবাবে দ্বিতীয় ওভারেই ভারতকে প্রথম সাফল্য এনে দেন বিনি। ব্যক্তিগত ৭ রানে সাজঘরে ফেরেন মাজ সাদাকাত। তবে লড়াই করছিলেন খাজা মহম্মদ (১৮*) এবং আবদুল সামাদ (১৬*)। বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তানের রান ছিল ৩ ওভারে ১ উইকেটে ৪২। যা ভারতের থেকে ২ রান কম। ডাকওয়ার্থ লুইসে ২ রানে জয়ী হয় ভারত। আসন্ন এমার্জিং এশিয়া কাপের প্রস্তুতির কথা মাথায় রেখে তরুণদের পাঠিয়েছে পাকিস্তান। সেই তরুণ পাক ব্রিগেডকে হারাল ভারতের 'বুড়ো'রা।
