shono
Advertisement
ICC Women's Cricket World Cup 2025

ঘোষিত চলতি বছরে মহিলা বিশ্বকাপের সূচি, ভারত-পাক ম্যাচ কবে, কোথায়?

ফাইনাল কবে?
Published By: Arpan DasPosted: 07:04 PM Jun 16, 2025Updated: 07:06 PM Jun 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘোষিত মহিলা ওয়ানডে বিশ্বকাপের সূচি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর। ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।

Advertisement

এবারের বিশ্বকাপে খেলবে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের প্রথম ম্যাচ ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে হরমনপ্রীতদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তারপরই আছে পাকিস্তানের বিরুদ্ধে মহামোকাবিলা। ৫ অক্টোবর, শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এই টুর্নামেন্টও হাইব্রিড মডেলে হচ্ছে। ফলে পাকিস্তানকে ভারতে আসতে হচ্ছে না। তা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে দু’দেশের সংঘাতের রাজনৈতিক উত্তাপ ক্রিকেট মাঠে আদৌ কোনও ছাপ ফেলে কি না, সেটা দেখার। টুর্নামেন্টের একটি সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। যদি পাকিস্তান সেমিতে ওঠে তাহলে খেলবে কলম্বোয়। আর না উঠলে হবে গুয়াহাটিতে।

বিশ্বকাপে কোনও গ্রুপ বিভাজন নেই। ফলে সব দলের সঙ্গে ভারতের ম্যাচ পড়বে। বিশ্বকাপের ম্যাচগুলি ভারতের বেঙ্গালুরু, গুয়াহাটি, ইন্দোর ও বিশাখাপত্তনম এবং শ্রীলঙ্কার কলম্বোয় হবে। অর্থাৎ ইডেনে কোনও ম্যাচ পড়ছে না। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয় সেমিফাইনাল ৩০ অক্টোবর। ফাইনাল হবে বেঙ্গালুরুতে, ২ নভেম্বর। আর পাকিস্তান উঠলে হবে কলম্বোতে।

একনজরে ভারতের সূচি-
৩০ সেপ্টেম্বর—ভারত বনাম শ্রীলঙ্কা—বেঙ্গালুরু—বিকাল ৩টে
৫ অক্টোবর—ভারত বনাম পাকিস্তান—কলম্বো—বিকাল ৩টে
৯ অক্টোবর—ভারত বনাম দক্ষিণ আফ্রিকা—বিশাখাপত্তনম—বিকাল ৩টে
১২ অক্টোবর- ভারত ববান অস্ট্রেলিয়া- বিশাখাপত্তনম- বিকাল ৩টে
১৯ অক্টোবর—ভারত বনাম ইংল্যান্ড—ইন্দোর—বিকাল ৩টে
২৩ অক্টোবর—ভারত বনাম নিউজিল্যান্ড—গুয়াহাটি—বিকাল ৩টে
২৬ অক্টোবর—ভারত বনাম বাংলাদেশ—বেঙ্গালুরু—বিকাল ৩টে

মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্ব
২৯ অক্টোবর—সেমিফাইনাল ১—গুয়াহাটি/কলম্বো—বিকাল ৩টে
৩০ অক্টোবর—সেমিফাইনাল ২—বেঙ্গালুরু—বিকাল ৩টে
২ নভেম্বর—ফাইনাল—কলম্বো/বেঙ্গালুরু—বিকাল ৩টে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ঘোষিত মহিলাদের বিশ্বকাপের সূচি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার মাটিতে চলবে মহিলাদের বিশ্বকাপের আসর।
  • ১২ বছর পর ভারতের মাটিতে ফিরতে চলেছে এই মেগা টুর্নামেন্ট।
  • দেশের মোট পাঁচটি স্টেডিয়াম ও শ্রীলঙ্কার একটি স্টেডিয়ামে ম্যাচগুলি হবে।
Advertisement