shono
Advertisement
T20 World Cup Squad

আজ টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা, 'ব্যর্থ' গিলকে রেখেই ছক গম্ভীরদের! বাদের খাতায় পন্থ-ঈশান?

সঞ্জুর ভাগ্যে কী রয়েছে?
Published By: Arpan DasPosted: 10:24 AM Dec 20, 2025Updated: 02:42 PM Dec 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মুহূর্তে টিম ইন্ডিয়ার প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসকে মাপা হচ্ছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির নিরিখে। কোনটা মাপে-মাপে বসছে? কোন সমস্যার সমাধান হল না? শুধু থিঙ্ক ট্যাঙ্কের মগজাস্ত্রে নয়, হিসেবনিকেশ চলছে দেশের প্রতিটি ক্রিকেটভক্তের মস্তিষ্কে। শনিবারই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা। কেমন হবে গতবারের চ্যাম্পিয়নদের দল?

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জয়। আহমেদাবাদে শেষ ম্যাচ জিতে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে সিরিজে হারানো ট্রফি ক্যাবিনেটে আরেকটি পালক জুড়ল ঠিকই। সেই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্লু-প্রিন্টও প্রায় তৈরি হয়ে গেল। সেখানে তৈরি হার্দিক পাণ্ডিয়া-সঞ্জু স্যামসনরা। বরুণ চক্রবর্তীর স্পিন-অস্ত্রে প্রোটিয়ারা যেভাবে হারল, তাতে তিনি যে বিশ্বকাপ অভিযানে বড় ভূমিকা নেবেন বলাই বাহুল্য। বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য আর খুব বেশি ম্যাচ পাবে না ভারত। ভারতীয় টিম ম্যানেজমেন্ট বিশ্বকাপের স্কোয়াড মোটামুটি ঠিক করে ফেলেছে।

মনে করা হচ্ছে, তেমন কোনও চমক থাকবে না বিশ্বকাপ দলে। আলোচনা শুধু কয়েকটা স্লট নিয়ে। যেমন শুভমান গিল। টি-টোয়েন্টিতে একেবারেই ফর্মে নেই ভারতীয় সহ-অধিনায়ক। তবে গিলকে বাদ দেওয়ার প্রশ্নই উঠছে না। অভিষেক শর্মার সঙ্গে তাঁকেই বিশ্বকাপে ওপেনিংয়ে দেখা যাবে। খুব স্বাভাবিকভাবেই ঈশান কিষানের জন্য বিশ্বকাপের দরজা খুলবে না। তা সে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে দুর্ধর্ষ খেলুন না কেন। উইকেটকিপারের কথা যখন উঠলই, তখন প্রসঙ্গ আসবে সঞ্জু স্যামসনের। তিনি স্কোয়াডে থাকবেন, তবে প্রথম একাদশে থাকবেন কি না নিশ্চিত নয়।

আরেক উইকেটকিপারের কথাও বলে রাখা ভালো। যিনি গত বিশ্বকাপের দলের ছিলেন। সেই ঋষভ পন্থের কি ঠাঁই হবে? ঋষভ থাকলে টিম থেকে বাদ পড়বেন জিতেশ শর্মা। জিতেশকে শেষ কয়েকটা সিরিজে রাখা হয়েছে। ফলে ঋষভকে দলে রাখার সম্ভাবনা খুবই ক্ষীণ। চার স্পিনার মোটামুটি নিশ্চিত-কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তী। তিন পেসার জশপ্রীত বুমরাহ, অশদীপ সিংয়ের সঙ্গে হর্ষিত রানা। এছাড়া পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে বিশ্বকাপ দলে থাকতে পারেন শিবম দুবে।

নিশ্চিতভাবে শক্তিশালী দল হতে চলেছে। এত ভালোর মধ্যে দুশ্চিন্তা থাকবে না, তা কী হয়? যেটা গত কয়েক ম্যাচ ধরেই দুশ্চিন্তার, সেটার এই ম্যাচেও সুরাহা হল না। ৫ রানে আউট হয়ে অফ ফর্মের ধারা বজায় রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কবে তিনি ফর্মে ফিরবেন সেটা ‘গম্ভীর’ প্রশ্ন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
  • টিম ইন্ডিয়ার প্রতিটি ম্যাচ, প্রতিটি ইনিংসকে মাপা হচ্ছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির নিরিখে।
  • শুধু থিঙ্ক ট্যাঙ্কের মগজাস্ত্রে নয়, হিসেবনিকেশ চলছে দেশের প্রতিটি ক্রিকেটভক্তের মস্তিষ্কে।
Advertisement