সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার রানের পাহাড় তাড়া করতে নেমে টালমাটাল ভারত। তৃতীয় দিনের শুরুতেই টিম ইন্ডিয়ার চার ব্যাটার ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। দক্ষিণ আফ্রিকার দেওয়া প্রায় পাঁচশোর রানের জবাবে কোনওমতে ১০০ রান তুলতে পেরেছেন যশস্বী জয়সওয়ালরা। ইডেনের পর গুয়াহাটি টেস্টেও কি হেরে ফিরতে হবে ভারতকে? আশঙ্কায় ক্রিকেটপ্রেমীরা।
সোমবার সকালে কার্যত ফাঁকা গুয়াহাটি স্টেডিয়ামে ব্যাট করতে নামে ভারতীয় দল। রবিবার থেকে শুরু করে সোমবার সকাল পর্যন্ত মন্থর গতিতে রান করছিলেন কে এল রাহুল। তবে শেষ পর্যন্ত তাঁর ডিফেন্সে ফাটল ধরালেন কেশব মহারাজ। স্পিনের সঙ্গে অতিরিক্ত বাউন্স থাকা ডেলিভারি ব্যাটের কাণা ছুঁয়ে চলে যায় প্রথম স্লিপে। ২২ রান করে রাহুল আউট। তারপরেও অবশ্য খানিকটা আগ্রাসন ধরে রেখেছিলেন যশস্বী জয়সওয়াল। হাফসেঞ্চুরি আসে তরুণ তুর্কির ব্যাট থেকে। কিন্তু আবারও হার্মারের বলে উইকেট ছুড়ে দিয়ে আসেন ওপেনার।
৫৮ রান করে যশস্বী আউট হতেই ভারতীয় শিবিরে হারাকিরি শুরু। পরপর দুই ওভারে দুই উইকেট হারায় ভারত। যশস্বী আউট হন ৩৩তম ওভারে। তারপর ৩৫ তম ওভারে নিজের উইকেট ছুড়ে দেন গুয়াহাটি টেস্টে সুযোগ পাওয়া সাই সুদর্শন। নিজেকে প্রমাণ করার সুযোগ ছিল তরুণ ব্যাটারের সামনে। কিন্তু অযথা আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে সহজ ক্যাচ দেন। সুদর্শনের সংগ্রহ মাত্র ১৫ রান। ঠিক ৬ বল পরে একই ভুল করেন আরেক তরুণ তুর্কি ধ্রুব জুরেলও। শর্ট বলে মিসটাইম ক্যাচ দিয়ে আউট হন তিনি, খাতা না খুলেই।
তৃতীয় দিনে চাপানের বিরতিতে ভারতের স্কোর চার উইকেট খুইয়ে ১০২ রান। স্কোর কার্ড বলছে, শেষ চার ওভারে মাত্র ৭ রান তুলতে পেরেছে ভারত, খুইয়েছে তিন উইকেট। আপাতত ক্রিজে রয়েছেন অধিনায়ক ঋষভ পন্থ এবং সহঅধিনায়ক রবীন্দ্র জাদেজা। মাঠে নেমেই ছক্কা হাঁকিয়েছেন পন্থ। তবে ক্রিকেটপ্রেমীদের মনে ইডেনের আতঙ্ক উঁকি দিচ্ছে। আবারও ব্যাটিং বিপর্যয়ে ডুববে না তো ভারত? আবারও ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা ভুগতে হবে না তো?
