সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U-19 Asia Cup) অপ্রতিরোধ্য ভারত। শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল আয়ুষ মাত্রের দল। ফাইনালে ভারতের প্রতিপক্ষ পাকিস্তান। দুবাইয়ে শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টির কারণে ম্যাচ হওয়া নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত বেলা তিনটের পর টস হয়। বৃষ্টির কারণে ম্যাচ হয় ৫০ ওভারের জায়গায় ২০ ওভারে।
শুক্রবার টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক আয়ুষ। তবে 'মেন ইন ব্লু'র বোলারদের দাপটে খুব বিশেষ দাঁত ফোটাতে পারেনি লঙ্কান বাহিনী। ২৮ রানের মধ্যেই ৩ উইকেটের পতন ঘটে তাদের। ৮ উইকেটে মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। বিমথ দিনসারা (৪২), চমিকা হেনাতিগালা (৪২) এবং শেঠমিকা সেনেভিরত্নেরা (৩০) রুখে না দাঁড়ালে আরও লজ্জার মুখে পড়ত তারা।
ভারতের হয়ে কিষান সিং এবং কণিষ্কের চৌহান নেন দু'টি করে উইকেট। হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রম এবং খিলান প্যাটেলের ভাগ করে নেন ১টি করে উইকেট। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে ভারত। ৮ বলে ৭ রানে আউট হয় আয়ুষ মাত্রে। ৬ বলে ৯ রান করে ফেরে বৈভব সূর্যবংশী। যদিও বিহান মালহোত্রা এবং অ্যারন জর্জের লড়াকু ইনিংসের সৌজন্যে জয়ের মুখ দেখে ভারত।
বিহান করেন ৪৫ বলে ৬১। অ্যারনের সংগ্রহ ৪৯ বলে ৫৮। তাঁরাই ১২ বল বাকি থাকতে ভারতকে জয়ের সরণিতে পৌঁছে দেন। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের অন্য সেমিফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে পদ্মাপাড়ের দেশ করে ১২১ রান। জবাবে ১৬.৩ ওভারে ২ উইকেটে জয়ের রান তুলে নেয় পাকিস্তান দল। রবিবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত-পাক লড়াই।
