shono
Advertisement
Australian Cricketers

আইপিএল শুরু হলেও ভারতে ফেরা নিয়ে সংশয়ে অজি ক্রিকেটাররা, কিন্তু কেন?

অস্ট্রেলিয়া বোর্ড এ ব্যাপারে ক্রিকেটারদের কোনও চাপ দেবে না বলে জানা গিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 05:56 PM May 11, 2025Updated: 07:24 PM May 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে এক সপ্তাহের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। যদিও সংঘর্ষবিরতির পর ফের আইপিএল শুরুর পরিকল্পনা তৈরি রেখেছে বিসিসিআই। সম্ভাব্য সূচি নিয়ে আলোচনা চলছে। তবে দ্বিতীয় দফা শুরু হলে বিদেশি ক্রিকেটাররা কি ভারতে আসবেন? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নাকি ভারতে আসতে চাইছেন না। ক্রিকেট অস্ট্রেলিয়াও এ ব্যাপারে খেলোয়াড়দের কোনও চাপ দেবে না বলে জানা গিয়েছে।

Advertisement

চলতি আইপিএলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, মার্কাস স্টয়নিস, ট্র্যাভিস হেডের মতো অজি তারকারা খেলছেন। রবিবার তাঁরা অস্ট্রেলিয়া পৌঁছেছেন। আর ফিরেই সংবাদমাধ্যমকে স্টয়নিস বলেন, "সবাই একদম ঠিক আছে।" এরই মধ্যে খবর, এক সপ্তাহের বিরতি মেনেই ১৬ কিংবা ১৭ মে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হতে পারে। রবিবার রাতেই এই নতুন সূচি ফ্র্যাঞ্চাইজিদের কাছে পৌঁছে দেওয়া হতে পারে। ইতিমধ্যে অধিকাংশ বিদেশি ক্রিকেটারই দেশে ফিরে গিয়েছে। মঙ্গলবারের মধ্যে তাঁদের ফিরিয়ে আনার কথা বলা হয়েছে।

এই আবহে ক্রিকেট অস্ট্রেলিয়া সূত্রে জানা গিয়েছে, তাঁদের কাছে সবার আগে গুরুত্বপূর্ণ ক্রিকেটার এবং কোচিং স্টাফেদের নিরাপত্তা। যদিও ভারত-পাক সংঘর্ষ পরিস্থিতিতে এক সপ্তাহের জন্য টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্তকে তারা স্বাগতও জানিয়েছে। বিসিসিআইয়ের সঙ্গে তারা সব সময় যোগাযোগ রেখে চলেছে বলেই জানানো হয়েছে।

তবে কেবলই নিরাপত্তাজনিত কারণেই কি ভারতে আসতে চাইছে না অজি ক্রিকেটাররা? প্রসঙ্গত, ১১ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। ফাইনালের আগে ক্রিকেটারদের পর্যাপ্ত বিশ্রাম পাওয়া জরুরি। তাছাড়াও ইংল্যান্ডে যাওয়ার আগে পরিবারের সঙ্গে সময় কাটাতেও চাইছেন তাঁরা। অন্যদিকে, মে মাসের শেষে রয়েছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজ। সুতরাং কোটিপতি লিগের দ্বিতীয় দফায় ইংল্যান্ড কিংবা ক্যারিবিয়ান ক্রিকেটারদেরও কি দেখা যাবে? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দ্বিতীয় দফা শুরু হলে বিদেশি ক্রিকেটাররা কি ভারতে আসবেন?
  • সূত্রের খবর, অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নাকি ভারতে আসতে চাইছেন না।
  • এক সপ্তাহের বিরতি মেনেই ১৬ কিংবা ১৭ মে আইপিএলের দ্বিতীয় দফা শুরু হতে পারে।
Advertisement