সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিং কোহলির সেঞ্চুরি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি রুতুরাজ গায়কোয়াড়ের। অধিনায়ক কে এল রাহুলের ঝোড়ো হাফসেঞ্চুরি। তা সত্ত্বেও দ্বিতীয় ওয়ানডে'তে (India Vs South Africa) সাড়ে তিনশোর গণ্ডি পেরতে বেশ ঘাম ঝরাতে হল টিম ইন্ডিয়া। ইনিংসের মাঝে একটা সময়ে মনে হচ্ছিল, ভারত হাসতে হাসতে ৪০০ রান তুলে ফেলবে। কিন্তু শেষ পর্যন্ত মেন ইন ব্লু থেমে গেল ৩৫৮তে।
বুধবারও টস হারেন রাহুল। প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। তাঁদের সংগ্রহ যথাক্রমে ২২ এবং ১৪ রান। তারপর ভারতীয় ইনিংসের হাল ধরেন সেঞ্চুরি হাঁকানো দুই তারকা-বিরাট এবং রুতুরাজ। ১৯৫ রানের জুটি গড়েন দু'জনে। এদিন আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন রুতুরাজ। তবে ৮৩ বলে ১০৫ রানে শেষ হয়ে গেল তাঁর ইনিংস।
রুতুরাজের পর আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪তম সেঞ্চুরিটি করে ফেলেন বিরাট কোহলিও। ৯৩ বলে তাঁর সংগ্রহ ১০২ রান। সেসময়ে রানের গতি প্রতি ওভারে প্রায় সাড়ে সাতের কাছাকাছি পৌঁছে যায়। এদিন ব্যাটিং অর্ডারে নিজেকে তুলে আনেন অধিনায়ক রাহুল। তিনি ব্যাট করতে নামেন পাঁচ নম্বরে। রাঁচিতে ৬০ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। রায়পুরে ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকলেন রাহুল।
কিন্তু বিরাট আউট হওয়ার পর থেকেই ভারতের রানের গতি কমতে থাকে। নিজের ভুলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর (১)। তারপর ব্যাট করতে নামেন রবীন্দ্র জাদেজা। কিন্তু ২৭ বল খেলে মাত্র ২৪ রান করেন তিনি। ভারতের চারশো রান তোলার স্বপ্ন ওখানেই শেষ। নির্ধারিত ৫০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারত তোলে ৩৫৮ রান। প্রোটিয়া বোলারদের মধ্যে একমাত্র মার্কো জানসেন দুই উইকেট পেয়েছেন। একটি করে উইকেট গিয়েছে নান্দ্রে বার্গার এবং লুনগি এনগিডির ঝুলিতে।
