সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার একটা ওয়ানডে সিরিজ। আবার যত নজর রোহিত-কোহলিতে। টি-টোয়েন্টি খেলা ছেড়ে দিয়েছেন কবেই। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়ে ফেলেছেন। রোহিত শর্মা আর বিরাট কোহলি-দু'জন বর্তমানে খেলেন মাত্র একটা ফরম্যাটে। ওয়ানডে। তাই যখনই ওয়ানডে সিরিজ আসে, দু'জনের মাঠে নামাকে ঘিরে দর্শকদের উত্তেজনার পারদ চড়তে থাকে। আর দু'জন অসামান্য ফর্মেও রয়েছেন। দক্ষিণ আফ্রিকা সিরিজের সেরা হয়েছেন বিরাট। তার আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে সেরা হয়েছিলেন রোহিত।
এবার সামনে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রবিবার থেকে যা শুরু হচ্ছে। এবং আগামী এক সপ্তাহ ধরে এঁরা দু'জনই চর্চায় থাকতে চলেছেন। বোর্ড নির্দেশিকা মেনে রোহিত এবং কোহলি, দু'জনেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নামার আগে গোটা দু'য়েক ম্যাচ খেলেছেন বিজয় হাজারে ট্রফির। আর সেখানেও রান করে দু'জনে বুঝিয়ে দিয়েছেন যে, গম্ভীর জমানায় যতই তাঁদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলা নিয়ে জল্পনা-কল্পনা চলুক, তাঁরা প্রবল ভাবে আজও স্বমহিমায়।
বরোদায় অনুশীলনে বিরাট। ছবি: সোশাল মিডিয়া।
রোহিতের কাছে আবার ব্যাটিং পাঠ নিয়ে গেলেন মহম্মদ সিরাজ। এ দিন ভারতীয় পেসার যখন নেটে ব্যাট করছিলেন, বাইরে দাঁড়িয়ে ছিলেন রোহিত। বেশ কয়েকটা ডেলিভারি সিরাজ 'কানেক্ট' করতে পারছিলেন না। যার পর রোহিতকে দেখা যায়, সিরাজকে ব্যাটিং নিয়ে পরামর্শ দিতে। তবে এদিন থ্রো ডাউন নেওয়ার সময় কোমরের উপর চোট পান ঋষভ পন্থ। চোট পাওয়ার পর তিনি আর ব্যাটিং করেননি। এই চোটের ফলে পুরো সিরিজ থেকেই ছিটকে গেলেন ঋষভ। এছড়া নজরে থাকবেন শ্রেয়স আইয়ার। আরও একজনের দিকে নজর থাকবে। তিনি খোদ অধিনায়ক শুভমান গিল। ওয়ানডে-তে দীর্ঘদিন তাঁর ব্যাটে রান নেই। এদিকে মাঝে একটা সিরিজে সুযোগ পেয়ে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। সেই যশস্বীকে বাদ দিয়েই আজ ফিরতে চলেছেন গিল। তাছাড়া চোটের জন্যও দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। স্বাভাবিকভাবেই গিলের দিকে নজর থাকবে।
আজ টিভিতে
ভারত বনাম নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে, বরোদা
দুপুর ১.৩০, স্টার স্পোর্টস
