shono
Advertisement
Arshdeep Singh

গম্ভীরের পক্ষপাতিত্বেই প্রথম ওয়ানডে থেকে বাদ অর্শদীপ! দল বাছাই নিয়ে তোপ অশ্বিনেরও

সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতেও দারুণ ফর্মে ছিলেন বাঁহাতি পেসার।
Published By: Prasenjit DuttaPosted: 03:57 PM Jan 11, 2026Updated: 04:00 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে হোক কিংবা টি-টোয়েন্টি - যখনই তিনি দেশের জার্সিতে সুযোগ পেয়েছেন, উজাড় করে দিয়েছেন। তবুও অদৃশ্য কোনও কারণে অজান্তেই যেন 'ব্যাকআপ বোলারে'র তকমা পেয়ে গিয়েছেন 'পাঞ্জাব দা পুত্তর'। বলা হচ্ছে অর্শদীপ সিংয়ের কথা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে'তে তাঁকে বাদ রেখেই প্রথম একাদশ সাজিয়েছে শুভমান গিলের টিম ইন্ডিয়া। তাঁকে বাদ দেওয়ায় সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে। গৌতম গম্ভীরের টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও করেছেন তাঁরা। এমনকী প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও গর্জে উঠেছেন।

Advertisement

দলে অর্শদীপকে না দেখে এক্স হ্যান্ডেলে অশ্বিন লেখেন, 'দীপ সিং কোথায়?' নেটিজেনদের মুখেও একই সুর শোনা গিয়েছে। এক ইউজার লিখছেন, "অর্শদীপকে ওরা বাদ দিয়েছে। অথচ গত ওয়ানডে'তে সবচেয়ে কম রান দেওয়া বোলার ছিলেন তিনিই। কিন্তু 'রানমেশিন' প্রসিদ্ধ কৃষ্ণ দলে রয়েছেন। এটা তো পরিষ্কার পক্ষপাতিত্ব।"

আরও এক নেট নাগরিক লেখেন, 'অর্শদীপকে দলে না রাখা যেন টিম ম্যানেজমেন্টের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। হর্ষিত, প্রসিদ্ধরা বারবার সুযোগ পাচ্ছেন। প্রসিদ্ধ কৃষ্ণর কথাই ভাবুন। ও তো 'রান-লিক মেশিন'। অথচ নিয়মিত সুযোগ পাচ্ছেন। কিন্তু সুযোগ পান না অর্শদীপ। এমন আজগুবি দল নির্বাচন নিয়ে কেউ কোনও প্রশ্নও তোলে না!'

আরেক নেটিজেন পরিসংখ্যান তুলে ধরে লেখেন, 'ইংল্যান্ডের বিপক্ষে ২টি টি-টোয়েন্টি, ২টি ওয়ানডে থেকে বাদ পড়েছিলেন। টেস্ট সিরিজে একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। এশিয়া কাপের অনেক ম্যাচ থেকে বাদ পড়েছেন। অস্ট্রেলিয়ায় তৃতীয় ওয়ানডে'তে সুযোগ পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে বাদ পড়েলেন। অর্শদীপের ভুল কোথায়?'

বিজয় হাজারে ট্রফিতে দু'টি ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। সিকিমের বিপক্ষে ৫ উইকেট এবং গোয়ার বিপক্ষে দু'টি উইকেট নিয়ে বুঝিয়ে দিয়েছিলেন দুরন্ত ছন্দে রয়েছেন। তাছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি টি-টোয়েন্টিতে ৫ উইকেটও রয়েছে তাঁর। এরপর তিনটি ওয়ানডেও খেলেন। সেখানেও তিনি সফল। কিন্তু তা সত্ত্বেও প্রথম ওয়ানডে'তে বাদ পড়লেন তিনি। যা দেখে গর্জে উঠেছেন নেট নাগরিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে'তে তাঁকে বাদ রেখেই প্রথম একাদশ সাজিয়েছে শুভমান গিলের টিম ইন্ডিয়া।
  • তাঁকে বাদ দেওয়ায় সোশাল মিডিয়ায় ঝড় উঠেছে।
  • এমনকী প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিনও গর্জে উঠেছেন।
Advertisement