সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর এশিয়া কাপে তিনবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান (India vs Pakistan)। তিনবারই জিতেছেন সূর্যকুমাররা। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক বা মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ, সর্বত্র ভারতের জয়জয়কার। ২০২৬-এও একাধিক ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে। বছরজুড়ে কতবার মুখোমুখি হবে ভারত-পাক?
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: বছরের শুরুতেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৫ জানুয়ারি থেকে শুরু হবে আয়ুষ মাত্রেদের অভিযান। জিম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত টুর্নামেন্টে ভারত-পাকিস্তান অবশ্য এক গ্রুপে নেই। তবে পরের রাউন্ডে দুই দলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বছর যুব এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার মেনেছিল ভারত। ফলে বিশ্বকাপে দেখা হলে বদলা নেওয়ার জন্য মুখিয়ে থাকবে বৈভব সূর্যবংশীরা।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারত এই টুর্নামেন্টের গতবারের চ্যাম্পিয়ন। ৭ ফেব্রুয়ারি থেকে একই গ্রুপে দুই দলের অভিযান শুরু হবে। আর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে ১৫ ফেব্রুয়ারি। দেশের মাটিতে বিশ্বকাপ হলেও এই ম্যাচটি সূর্যকুমাররা খেলতে যাবেন শ্রীলঙ্কায়। তবে এখানেই শেষ নয়। সেমিফাইনাল বা ফাইনালেও দুই দলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ: ২০২৫-এ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিলেন হরমনপ্রীত কৌররা। পাকিস্তানকেও হারিয়েছিল 'ওমেন্স ইন ব্লু'। এবার লড়াই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার। একই গ্রুপে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ১৪ জুন ইংল্যান্ডের এজবাস্টনে মুখোমুখি হবে ভারত-পাক। তবে এক্ষেত্রেও সেমিফাইনাল বা ফাইনালে দুই দলের ফের সাক্ষাতের সুযোগ থাকছে।
ফলে তিন মহাদেশে তিনটি টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ পাঁচবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। এছাড়া সেপ্টেম্বরে এশিয়ান গেমস আছে। সেখানেও দুই দলের দেখা হওয়ার সম্ভাবনা থাকছে। তবে এখনও এশিয়ান গেমসের সূচি ঘোষিত হয়নি। আর গতবার অর্থাৎ ২০২২-র এশিয়ান গেমসে দুই দল মুখোমুখি হয়নি।
