সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়দের এশিয়া কাপ হোক কিংবা মহিলাদের বিশ্বকাপ, পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতীয় ক্রিকেটাররা। রবিবার যুব এশিয়া কাপেও একই ছবি দেখা গিয়েছে। পাকিস্তান ‘এ’ দলের অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেকের পথে হাঁটেননি ভারত ‘এ’ দলের অধিনায়ক জিতেশ শর্মা। তবে এবার অন্য এক ভারত-পাকিস্তান ম্যাচে ভিন্ন ছবি দেখা গেল। সেখানে দুই দলের ক্রিকেটাররা হাত মেলালেন। এক বাসে সওয়ারি হয়ে মাঠেও গেলেন।
কলম্বোয় চলছে দৃষ্টিহীন মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ। সেখানেই মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেখানেই দৃশ্যান্তর ঘটল। ঘটনাচক্রে টসের পর দুই দলের অধিনায়ক হাত মেলাননি। কিন্তু ম্যাচের পর বদলে গেল ছবিটা। দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা গেল। এমনকী একে অপরকে জড়িয়েও ধরলেন।
ম্যাচটিতে অবশ্য জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করে পাকিস্তান। শুরু থেকে ভারতীয় বোলারদের দাপটের সামনে চাপে পড়ে গিয়েছিল পাক দল। একটা সময় ২৩ রানে উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সেখান থেকে মেহরিন আলি (৬৬) এবং বুশরা আশরফ (৪৪) মিলে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন।
ভারত মাত্র ১০.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করে। অধিনায়ক টিসি দীপিকা করেন ৪৫ রান। অনিখা দেবী ৬৪ রানে অপরাজিত থাকেন। এই বিশাল জয়ের ফলে সেমিফাইনালে জায়গা পাকা করেছে ভারত। দুরন্ত খেলে ম্যাচ সেরার পুরস্কার পান অনিখা। ম্যাচ শেষে পাক অধিনায়ক নিমরা রফিক ভারতকে শুভেচ্ছা জানান। ভারত অধিনায়ক দীপিকাও সৌজন্য বিনিময় করে পাকিস্তানের লড়াইয়ের প্রশংসা করেছেন। তবে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করেননি কেউ। তবে দুই দেশের ক্রিকেটারদের করমর্দনের পর বিরল দৃশ্যের সাক্ষী ক্রিকেটবিশ্ব।
