সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে প্লীহায় ভয়ানক চোট পেয়েছিলেন। আরেকজন ইডেনে চোট পেয়ে গুয়াহাটি টেস্ট তো বটেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছিটকে গিয়েছেন। শ্রেয়স আইয়ার এবং শুভমান গিল। তাঁদের মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ভারতীয় দল। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ওয়ানডে দলের অধিনায়ক এবং সহ-অধিনায়কের চোট সম্পর্কে আপডেট দিয়েছেন বোলিং কোচ মর্নি মর্কেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে থেকেও ছিলেন না গিল। প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে একটি বাউন্ডারি মেরেই চোটের জন্য ছিটকে যান। আর মাঠে ফিরতে পারেননি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। ইডেনে তো বটেই গুয়াহাটিতেও তাঁর নেতৃত্বও মিস করেছে ভারতীয় দল। জানা গিয়েছে, গিলকে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে সুস্থ করে তোলার সবরকমভাবে চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, শ্রেয়সও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
টিম ইন্ডিয়ার বোলিং কোচের কথায়, "আমার মনে হয় মেডিক্যাল টিমের উচিত এই ব্যাপারে আপডেট দেওয়া। দু'দিন আগেই শুভমানের সঙ্গে কথা হয়েছে। ও যে দ্রুত সুস্থ হয়ে উঠছে, সেটা শুনে ভালো লাগছে। শ্রেয়সও রিহ্যাব শুরু করেছে। এটাও দারুণ খবর। আমরা তো অপেক্ষাই করছি দলে ওদের স্বাগত জানাব বলে। ভালো দিক হল, ওরা সুস্থ হয়ে উঠছে। দলে ফিরে আসার জন্য প্রস্তুতিও শুরু করছে।" জানা গিয়েছে, শ্রেয়সের রিহ্যাব কিছুটা সময়সাপেক্ষ। তাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে তিনি অনিশ্চিত।
উল্লেখ্য, শুভমানের জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। যিনি ইতিমধ্যেই ১৬টি ম্যাচে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। জিতেছেন ১১টি ম্যাচ। অর্থাৎ জেতার শতকরা হার ৬৮.৭৫। এর মধ্যে ১২ ওয়ানডে’তে ৮টিতে জয় পেয়েছেন তিনি। তাঁর পরিসংখ্যানই তাঁর হয়ে কথা বলবে। অধিনায়ক হিসেবে ওয়ানডেতে রাহুল ৩০২ রান করেছেন। গড় ৩৩.৫৫। স্ট্রাইক রেট ৮২.২৮। এর মধ্যে চারটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৫৮। উল্লেখ্য, ৩০ নভেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাদা বলের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচ রাঁচিতে। পরের দু’টি ম্যাচ ৩ এবং ৬ ডিসেম্বর।
