shono
Advertisement
INDW vs SAW Final

নবি মুম্বইয়ে প্রবল বৃষ্টি, খেলা শুরু হতে পারে ক'টা পর্যন্ত? ফাইনাল ভেস্তে চ্যাম্পিয়ন কারা?

নবি মুম্বইয়ে বৃষ্টির দাপটে নির্ধারিত সময় টসই হল না।
Published By: Prasenjit DuttaPosted: 04:01 PM Nov 02, 2025Updated: 08:14 PM Nov 02, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলাদের বিশ্বকাপে ইতিহাসের সামনে ভারত এবং দক্ষিণ আফ্রিকা (INDW vs SAW Final)। ২৫ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব। কিন্তু নবি মুম্বইয়ে বৃষ্টির দাপটে নির্ধারিত সময় টসই হল না। প্রশ্ন উঠছে, খেলা শুরু হতে পারে ক'টা পর্যন্ত? আর ফাইনাল ভেস্তে চ্যাম্পিয়নই বা হবে কারা?

Advertisement

রবিবার বৃষ্টির কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা যায়নি খেলা। প্রথম দিকে বৃষ্টি কমায় সুপার সপার দিয়ে মাঠ শুকনো করার আয়োজনে নামেন মাঠকর্মীরা। ঠিক ছিল, টস হবে দুপুর ৩টের সময়। আর খেলা শুরু হবে সাড়ে তিনটেয়। কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়। নতুন করে ঢেকে দেওয়া হয় মাঠ। সেই কারণেই বেলা ৩টেতেও টস হল না। 

বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এরপর কমতে শুরু করবে ওভার। এরপরেও যদি ঝমঝমিয়ে বৃষ্টি হয় খেলা শুরু হতে পারে রাত ৯.০৮ পর্যন্ত। ন'টার পর শুরু হলে ২০ ওভারের ম্যাচ হবে। রবিবার যদি খেলা না হয়, সেক্ষেত্রে আইসিসি একটা রিজার্ভ ডে রেখেছে। সেক্ষেত্রে ৩ নভেম্বর, সোমবার ফের হবে ফাইনাল। এদিনও বৃষ্টির সম্ভাবনা ৫৫ শতাংশ। প্রশ্ন হল, দু’দিনই যদি বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হয়, তাহলে কাদের হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? উত্তর হল যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে। 

 

আপাতত খবর, বৃষ্টি কমেছে। কভার সরিয়ে দেওয়া হয়েছে। বিকেল ৪.৩২ মিনিটে টস। ম্যাচ শুরু হওয়ার কথায় ৫টায়। এখনও পর্যন্ত কোনও ওভার নষ্ট হয়নি। উল্লেখ্য, গ্রুপ পর্যায়ে ভারতকে হারতে হয়েছিল প্রোটিয়াদের কাছে। সেটাও দক্ষিণ আফ্রিকাকে সেটাও মানসিকভাবে এগিয়ে রাখবে। উল্লেখ্য, এই বিশ্বকাপেই হারের হ্যাটট্রিক করেছিল ‘উইমেন ইন ব্লু’। কেউই ভাবেননি হরমনপ্রীতরা ফাইনালে উঠবেন। কিন্তু সেমিফাইনালে মহাশক্তিধর অস্ট্রেলিয়ার দেওয়া বড় রান তাড়া করে জেতে ভারত। অনবদ্য খেলেন জেমাইমা রদ্রিগেজ (১২৭), অধিনায়ক হরমনপ্রীত (৮৯)। জেমিদের এমন লড়াইয়ে উচ্ছ্বসিত আসমুদ্রহিমাচল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহিলাদের বিশ্বকাপে ইতিহাসের সামনে ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
  • ২৫ বছর পর নতুন বিশ্বচ্যাম্পিয়ন পাবে ক্রিকেটবিশ্ব।
  • নবি মুম্বইয়ে বৃষ্টির দাপটে নির্ধারিত সময় টসই হল না।
Advertisement