shono
Advertisement
Ranji Trophy

মুখ ঢেকে যায়..., রনজিতে মাস্ক পরে ফিল্ডিং করতে বাধ্য হলেন সরফরাজরা, কী হল বাংলার ম্যাচে?

রনজি ট্রফিতে নজিরবিহীন দৃশ্য চোখে পড়ল। এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুম্বই বনাম দিল্লি ম্যাচ। সেই ম্যাচ মাস্ক পরে ফিল্ডিং করলেন সরফরাজ খান।
Published By: Prasenjit DuttaPosted: 07:32 PM Jan 29, 2026Updated: 08:29 PM Jan 29, 2026

রনজি ট্রফিতে নজিরবিহীন দৃশ্য চোখে পড়ল। এমসিএ ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মুম্বই বনাম দিল্লি ম্যাচ। সেই ম্যাচ মাস্ক পরে ফিল্ডিং করলেন সরফরাজ খান। তাঁর ভাই মুশির খানও দাদাকে অনুসরণ করেন। দ্রুত এই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন তাঁরা মুখ ঢেকে রেখে মাঠে নেমেছিলেন? 

Advertisement

নেটিজেনরা ধরেই নিয়েছিলেন, মুম্বইয়ে বায়ুদূষণের কারণে সতর্কতা অবলম্বন করেছেন তাঁরা। কিন্তু দূষণ নয়, মুখ ঢেকে রাখার কারণটা ছিল ভিন্ন। যা নিয়ে খোলসা করেছেন মুম্বইয়ের একাধিক ক্রিকেটার। তাঁদের কথা উঠে এসেছে আসল সত্য। কী বলেছেন তাঁরা? আসলে এমসিএ ক্রিকেট গ্রাউন্ডের পাশেই চলছে বড়সড় নির্মাণ কাজ। সেই কারণে মাঠে ধুলোর দৌরাত্ম্য। মাঠজুড়ে এমন ধুলো উড়ছিল যে, ক্রিকেটারদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল।

সেই সময় একিউআই উঠে গিয়েছিল দেড়শোর বেশি। যা শরীরের পক্ষে বেশ উদ্বেগজনক। ধূলি যন্ত্রণা থেকে বাঁচতে মাস্ক পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন সরফরাজ, মুশির খান ও হিমাংশু সিংরা। আসল সত্য জানার পর নেটিজেনরা লিখছেন, 'একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।' ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে সনথ সাংওয়ানের ১১৮ রানের অনবদ্য ইনিংস সত্ত্বেও প্রথম ইনিংসে মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় দিল্লি। মোহিত অবস্থি নেন ৬২ রানে ৫ উইকেট। জবাবে দিনের শেষে ১ উইকেটে ১৩ রান মুম্বইয়ের।

রনজির অপর ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলা বনাম হরিয়ানা। ইতিমধ্যেই নকআউট পর্বে উঠে গিয়েছে অভিমন্যু ঈশ্বরণের দল। মহম্মদ শামিকে বিশ্রামে রাখে বাংলা। বাঁহাতি স্পিনার বিকাশ সিং এই ম্যাচে অভিষেক করেন। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় হরিয়ানা। প্রথম দিনের শেষে বাংলা ৫ উইকেটে ১৬৮। ৭৮ রানে অপরাজিত রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement