আইপিএলের নয়া মরশুমের আগেই বিক্রি হয়ে যাচ্ছে রাজস্থান রয়্যালস! বিক্রি শুধু নয়, সব কিছু ঠিকঠাক চললে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি দল হিসাবে বিক্রি হওয়ার পথে এগোচ্ছে বৈভব সূর্যবংশীদের দল। এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি কেনার জন্য ইতিমধ্যেই মোটা অঙ্কের দর পেয়েছে। দরদাতা কোনও বহিরাগত নন, কাল সোমানি। যিনি আগেও রাজস্থান রয়্যালসের সঙ্গে বিনিয়োগকারী হিসেবে যুক্ত ছিলেন।
এই মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির প্রায় ৬৫ শতাংশ শেয়ার রয়েছে ইমার্জিং মিডিয়া স্পোর্টিং হোল্ডিংস লিমিটেডের হাতে। যার মালিক মনোজ বাদালে। তাছাড়াও অংশীদার হিসাবে রয়েছেন ল্যাচলান মারডক এবং রেডবার্ড ক্যাপিটাল। তাদের হাতে শেয়ার রয়েছে ১৩ ও ১৫ শতাংশ। জানা যাচ্ছে, সোমানি ছাড়াও রাজস্থানকে কেনার দৌড়ে রয়েছে সব মিলিয়ে চার জন।
এর মধ্যে সোমানি ইতিমধ্যেই একটি কনসোর্টিয়াম তৈরি করেছেন। তিনি রাজস্থানকে প্রায় ১.৩ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১১,৯৫৬ কোটি) টাকার প্রস্তাবও দিয়েছেন। তবে এটাই যে চূড়ান্ত মূল্য, তা এখনই বলা যাবে না। কারণ, এটা জানতে নির্ভর করতে হবে আগামী দিনে মিডিয়া রাইটস বিক্রি থেকে উপার্জিত অর্থের উপর।
সোমানি ছাড়া বাকিরা কারা? তালিকায় রয়েছেন সত্যন গাজওয়ানি। যিনি টাইমস ইন্টারনেটের চেয়ারম্যান। আরও দুই আগ্রহী সংস্থার নাম ব্ল্যাকস্টোন ইনক এবং কার্লাইল গ্রুপ ইনক। উল্লেখ্য, ব্ল্যাকস্টোন এর আগেও রাজস্থান রয়্যালসকে কেনার আগ্রহ দেখিয়েছিল। ডিয়াজিও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ২ বিলিয়ন ডলারে বিক্রি করার আশা করছে। উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রাজস্থান রয়্যালস। ২০২২ মরশুমে ফাইনালে পৌঁছেছিল তারা। যদিও ফাইনালে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হেরে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল।
