shono
Advertisement
Pakistan

বাবর-শাহিনদের দেখতে চায় না কেউ! লোকসানের আঁচ পেয়েই পাকিস্তান ছাড়ল অজি মিডিয়া

টি-২০ বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ডামাডোল অব্যাহত। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
Published By: Anwesha AdhikaryPosted: 06:30 PM Jan 29, 2026Updated: 06:30 PM Jan 29, 2026

বাবর আজম-শাহিন আফ্রিদিদের খেলা দেখতে কেউই আগ্রহী নয়! এই যুক্তি দেখিয়ে পাকিস্তানের ম্যাচ সম্প্রচারের দায়িত্ব ছাড়ল বিখ্যাত টিভি সংস্থাগুলি। বৃহস্পতিবার থেকে পাকিস্তানের মাটিতে টি-২০ সিরিজ খেলতে নেমেছে অস্ট্রেলিয়া। সেই সিরিজের সম্প্রচার স্বত্ত্ব নিল না অস্ট্রেলিয়ার কোনও টিভি সংস্থা। ম্যাচ শুরুর কয়েকঘণ্টা আগে জানা যায়, অজিভূমে এই সিরিজের সম্প্রচার হবে না।

Advertisement

বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে তিন টি-২০ ম্যাচের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেকারণেই মেগা টুর্নামেন্টের আগে আলাদা করে কোনও প্রস্তুতি ম্যাচ খেলছে না অজিরা। কিন্তু নিজের দেশের বিশ্বকাপের প্রস্তুতি সিরিজটা সম্প্রচার করতে আগ্রহী নয় অজি মিডিয়াই! বেশ কয়েকদিন ধরে এই সিরিজ সম্প্রচারের জন্য অজি মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু সিরিজ শুরু হয়ে গেলেও সম্প্রচার স্বত্ত্ব নিতে অস্ট্রেলিয়ার কোনও টিভি চ্যানেলই আগ্রহ দেখায়নি।

কিন্তু এমন সিদ্ধান্ত কেন? ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ক্রিকেটপ্রেমীদের যথেষ্ট আগ্রহ ছিল। তাহলে পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের ছবিটা আলাদা কেন? অজি মিডিয়া সূত্রে খবর, আগ্রহের অভাবেই এই সিরিজের সম্প্রচার করতে চায়নি তারা। প্রথমত, ম্যাচগুলি শুরু হবে অজি সময় রাত ১০টা বা তার পর থেকে। সেসময়ে দর্শক টানা কঠিন। এছাড়াও প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, জশ হ্যাজেলউড, টিম ডেভিডের মতো একঝাঁক ক্রিকেটার এই সিরিজে নেই। অজি মিডিয়ার মতে, বিশ্বকাপের ঠিক আগে এসব সিরিজে ক্রিকেটপ্রেমীরা মোটেই মন দেবেন না। তাই এই সিরিজ থেকে আর্থিকভাবে সাফল্য আসবে না।

উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ডামাডোল অব্যাহত। বাংলাদেশের প্রতি সহমর্মিতা দেখিয়ে বিশ্বকাপ বয়কটের কথা ভাবতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদি পুরো বিশ্বকাপ বয়কট না-ও করা হয়, অন্তত ভারতের বিরুদ্ধে গ্রুপের ম্যাচ না খেলার ব্যাপারে গুরুত্ব দিয়ে ভাবছে পিসিবি। সেজন্য আইসিসি যদি শাস্তির খাড়া চাপায়, তাহলে সেই শাস্তি এড়ানোর পরিকল্পনাও তৈরি করে ফেলেছে পাক বোর্ড। এখনও সরাসরি কিছুই সিদ্ধান্ত জানায়নি তারা। তবে ক্রিকেটমহলের অনেকেরই বিরক্তি বাড়ছে পাক বোর্ডের নাটুকেপনায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement