সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থান রয়্যালসকে (RR) হারিয়ে আইপিএল ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। হায়দরাবাদকে ফাইনালে তোলার পিছনে অবদান রয়েছে বাংলার শাহবাজ আহমেদের (Shahbaz Ahmed)। ব্যাট ও বল হাতে শাহবাজ গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছেন। ব্যাট করতে নেমে ১৮ বলে ১৮ রান করেন তিনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ২৩ রানে তিন-তিনটি উইকেট নেন শাহবাজ।
প্লেয়ার অফ দ্য ম্যাচও হন বাংলার ক্রিকেটার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, সানরাইজার্স ফাইনালে ওঠায় কীভাবে তিনি উদযাপন করবেন? শাহবাজের তৎক্ষণাৎ জবাব, ''উদযাপন তো ফাইনাল জিতেই করব। আজ শুধু রিল্যাক্স করব।''
[আরও পড়ুন: কেকেআর কি আইপিএল জিতবে? কী বলছেন এক যুগ আগের চ্যাম্পিয়নরা?]
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহবাজের মেজাজ বদলে যায় টিম হোটেলের উদযাপনের সময়ে। টিম হোটেলে ফেরার পরে অভিষেক শর্মাকে নিয়ে কেক কাটেন শাহবাজ। সেই সময়ে সানরাইজার্স হায়দরাবাদের এক সতীর্থ শাহবাজের মুখে কেক মাখিয়ে দিতে উদ্যত হন। প্রথমটায় বাঁধা দিয়েছিলেন শাহবাজ। কিন্তু সেই সতীর্থ প্রায় জোর করেই সানরাইজার্স হায়দরাবাদের অলরাউন্ডারের মুখে কেক মাখিয়ে দেন।
গোটা ঘটনায় প্রচণ্ড বিরক্ত হন শাহবাজ। তিনি রেগে গিয়ে সেই সতীর্থের দিকে কেকের টুকরো ছুড়ে মারেন। বাকিরা অবশ্য তখন হাসছিলেন। শাহবাজ অবশ্য কিছুক্ষণের মধ্যেই জড়িয়ে ধরেন সেই সতীর্থকে। রবিবার আইপিএলের মেগা ফাইনাল। কেকেআরের সামনে সানরাইজার্স হায়দরাবাদ। নজরে গৌতম গম্ভীর। চোখ থাকবে দুদলের দুই অজি বোলারের দিকে। কলকাতা নাইট রাইডার্স শিবিরে রয়েছেন মিচেল স্টার্ক। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স। লড়াইটা কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ হলেও দ্বৈরথ দুই অজি বোলারেরও।