shono
Advertisement
IPL 2025

'মাত্র ৫০ রানে হেরেছি', বিধ্বস্ত হয়েও খুশি রুতুরাজ! সিএসকে'কে হারানো 'স্পেশাল' পাতিদারের কাছে

'বড় ব্যবধানে হারতে হয়নি', ম্যাচের পর দাবি সিএসকে অধিনায়কের।
Published By: Arpan DasPosted: 10:08 AM Mar 29, 2025Updated: 01:29 PM Mar 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিপকে ইতিহাস গড়ে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী বছরের এই প্রথম চেন্নাইয়ের মাঠে সিএসকে'কে হারাল আরসিবি (CSK Vs RCB)। আর সেটাও ৫০ রানের ব্যবধানে। অবশ্য এই ব্যবধানটা খুব একটা বড় মনে হচ্ছে না সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad)। তাঁর মতে এই ব্যবধান 'মাত্র ৫০ রান'। অন্যদিকে আরসিবি'র অধিনায়ক রজত পাতিদার বলছেন সিএসকে'র বিরুদ্ধে এই জয়টা স্পেশাল। 

Advertisement

চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রুতুরাজ। অধিনায়ক রজত পাতিদারের হাফসেঞ্চুরি, শেষের দিকে টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিংয়ে ১৯৬ রান করে আরসিবি। জবাবে ১৪৬ রানে থেমে যায় সিএসকে। ৫০ রানে ম্যাচ হারে চেন্নাই। ৯ নম্বরে নেমে ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন মহেন্দ্র সিং ধোনি।

ম্যাচের পর রুতুরাজ বলছেন, "এই উইকেটে ১৭০ রান যথেষ্ট। খারাপ ফিল্ডিংয়ের জন্য আমাদের ভুগতে হল। এরকম উইকেটে যখন অতিরিক্ত ২০ রান তাড়া করতে হয়, তখন ব্যাটিংয়ের ধরন বদলানো দরকার। কিন্তু আমরা রানের গতি বাড়াতে পারিনি। তবে আমি খুশি যে মাত্র ৫০ রানের ব্যবধানে হেরেছি। বড় ব্যবধানে হারিনি।" স্বাভাবিকভাবেই রুতুরাজের মন্তব্যকে ভালোভাবে নিচ্ছেন না চেন্নাই ভক্তরা।

অন্যদিকে আরসিবি অধিনায়ক রজত পাতিদার জানালেন, কখন ম্যাচের মোড় ঘুরে গেল। তিনি বলেন, "পাওয়ারপ্লে-তে দু-তিন'টে উইকেট পাওয়ায় ম্যাচের মোড় ঘুরে যায়। এই পিচে স্পিনাররা সাহায্য পায়। তাই প্রথম থেকে স্পিনারদের ব্যবহার করেছি। বিশেষ করে লিভিংস্টোনের চার ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে এই জয়টা স্পেশাল। এখানে সিএসকে-র রেকর্ড ভালো। সমর্থকরাও উৎসাহিত করে। কিন্তু আমাদের বোলাররা আজ দায়িত্ব নিয়ে জিতিয়েছে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চিপকে ইতিহাস গড়ে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী বছরের এই প্রথম চেন্নাইয়ের মাঠে সিএসকে'কে হারাল আরসিবি।
  • আর সেটাও ৫০ রানের ব্যবধানে। অবশ্য এই ব্যবধানটা খুব একটা বড় মনে হচ্ছে না সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের।
  • অন্যদিকে আরসিবি'র অধিনায়ক রজত পাতিদার বলছেন সিএসকে'র বিরুদ্ধে এই জয়টা স্পেশাল। 
Advertisement