shono
Advertisement
IPL 2025

আজ মাঠে তিন মহাতারকা, পাঞ্জাব ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া আরসিবি, নজরে মুম্বই-চেন্নাই মহারণ

রবিবার আইপিএলের দুই ম্যাচে মাঠে নামতে চলেছেন বিশ্ব ক্রিকেটের তিন কিংবদন্তি।
Published By: Prasenjit DuttaPosted: 11:03 AM Apr 20, 2025Updated: 11:03 AM Apr 20, 2025

স্টাফ রিপোর্টার: এক দিন। দুই শহরের দুই স্টেডিয়াম। এবং তিন মহাতারকা! রবিবার আইপিএলের দুই ম্যাচে মাঠে নামতে চলেছেন বিশ্ব ক্রিকেটের তিন মহাতারকা। মহেন্দ্র সিং ধোনি। রোহিত শর্মা। এবং বিরাট কোহলি। এরমধ্যে সন্ধ্যার ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হবেন রোহিত ও ধোনি। সেখানে মুলানপুরে বিরাটরা খেলবেন গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে।

Advertisement

আইপিএলে এমআই বনাম সিএসকে ম্যাচ নিয়ে একটু বেশিই উত্তেজনা থাকে ভারতীয় ক্রিকেটে। পাঁচবার করে চ্যাম্পিয়ন হওয়া দুই দলের যুদ্ধকে লিগের ‘এল ক্লাসিকো’ বলেও ডাকা হয়। এবার প্রথম সাক্ষাতে অবশ্য চেন্নাই থেকে খালি হাতেই ফিরতে হয়েছে রোহিতদের। তবে ওয়াংখেড়েতে এবার বেশ ভালো ফর্মে রয়েছেন তাঁরা। শেষ তিনটের মধ্যে দু’টো ম্যাচই জিতেছে মুম্বই। টানা দুই জয়ের পর এবার হ্যাটট্রিক করাই তাদের লক্ষ্য। আর এক্ষেত্রে তাদের বড় হাতিয়ার দলের বোলিং। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট, দীপক চাহাররা দুরন্ত ফর্মে রয়েছেন। অধিনায়ক হার্দিক পাণ্ডিয়াও ব্যাটে-বলে ভরসা দিচ্ছেন। তবে তিলক ভার্মা ছাড়া কোনও ব্যাটারই ধারাবাহিক নন।

সিএসকে আবার প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পর টানা পাঁচ হারের সাক্ষী থেকেছে। অবশ্য লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে জয় আত্মবিশ্বাস বাড়াবে তাদের। ক্যাপ্টেন হিসাবে ধোনির ফিরে আসাও বড় শক্তি সিএসকে'র। সঙ্গে রাচীন রবীন্দ্র, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, নূর আহমেদের দিকে তাকিয়ে রয়েছে তারা।

বিরাটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আবার শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছেই হেরেছ। শ্রেয়সদের বিরুদ্ধে একটা সময় ফের ‘৪৯’ অলআউটের আতঙ্কও তাড়া করেছিল আরসিবি'কে। এবার অ্যাওয়ে ম্যাচে সেই হারের বদলা নেওয়ার লক্ষ্যেই নামবেন ফিল সল্টরা। সেখানে ব্যাটিং স্বস্তি দিচ্ছে পাঞ্জাবকে।

আজ আইপিএলে
পাঞ্জাব বনাম বেঙ্গালুরু
মুলানপুর, বিকেল ৩.৩০

মুম্বই বনাম চেন্নাই
ওয়াংখেড়ে, সন্ধে ৭.৩০
স্টার স্পোর্টস ও জিও-হটস্টারে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিন মহাতারকারা হলেন মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা এবং বিরাট কোহলি।
  • এরমধ্যে সন্ধ্যার ম্যাচে ওয়াংখেড়েতে মুখোমুখি হবেন রোহিত ও ধোনি।
  • সেখানে মুলানপুরে বিরাটরা খেলবেন গতবারের চ্যাম্পিয়ন ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে।
Advertisement