shono
Advertisement
Virat Kohli

বেঙ্গালুরুর রাস্তায় ঢালাও বিক্রি কোহলির টেস্টের সাদা জার্সি, বিরাট আবেগ নিয়েই ফিরছে আইপিএল

কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে অভিনব পরিকল্পনা আরসিবি সমর্থকদের।
Published By: Arpan DasPosted: 09:13 AM May 17, 2025Updated: 09:18 AM May 17, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর তো মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ফিরছে দ্বিতীয় দফার আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি আরসিবি ও কেকেআর। প্লে অফের অঙ্ক একদিকে। কিন্তু এই ৯ দিনের বিরতির মধ্যে উথালপাতাল ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। রোহিত শর্মার পর টেস্ট অবসর নিয়েছেন বিরাট কোহলি।

Advertisement

টেস্ট অবসর ঘোষণার পর এই প্রথম মাঠে নামছেন কোহলি। স্বাভাবিকভাবেই চিন্নাস্বামীজুড়ে বিরাট-আবেগ কাজ করবে, সেটা বলে দেওয়াই যায়। ম্যাচের আগের দিন স্টেডিয়াম চত্বর দেখলে, তা বোঝাও যাচ্ছিল। স্টেডিয়ামের বাইরে আরসিবি-র লাল-কালো জার্সি নয়, বরং বিরাটের টেস্ট জার্সি বেশি বিক্রি হচ্ছিল। বলা হচ্ছে, শনিবার চিন্নাস্বামীতে যদি দর্শকরা বিরাটের টেস্ট জার্সি পরে ম্যাচ দেখতে যান, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। এর আগেই তাদের সমর্থকরা পরিকল্পনা করেছিলেন, কোহলির টেস্ট অবসরকে সম্মান জানাতে সাদা জার্সি পরে মাঠে উপস্থিত থাকতে চান।

তবে তাতে একটা সমস্যাও আছে। অধিকাংশ সমর্থক যদি সাদা জার্সি পরে মাঠে আসেন, তাতে বিপদে পড়বেন ক্রিকেটাররাই। সাদা জার্সির মাঝে সাদা বলের গতিপ্রকৃতি বুঝতে অসুবিধা হতে পারে। তবে কে শুনছে কার কথা! বোর্ডের থেকে 'যথার্থ' অবসর সংবর্ধনা পাননি কোহলি। সেটা নাহয় আরসিবি সমর্থকরাই দিলেন। বেঙ্গালুরুর ডিরেক্টর অফ ক্রিকেট মো বোবাটও বলছেন, সাদা জার্সি পরে এলেও ম্যাচে সেভাবে প্রভাব পড়বে না।

বিরাট-আবেগের মধ্যেই প্লে অফ একেবারে কনফার্ম করে ফেলতে চাইছে আরিসিবি। শনিবার জিততে পারলেই প্লে অফ নিয়ে আর কোনও চিন্তা থাকবে না কোহলিদের। কেকেআরের মতো অবশ্য বিদেশিদের নিয়ে চিন্তায় নেই আরসিবি। ফিল সল্ট, টিম ডেভিড, রোমারিও শেফার্ডরা প্রত্যেকেই চলে এসেছেন। চোট সারিয়ে অধিনায়ক রজত পাতিদারও ফিট হয়ে গিয়েছেন। ফলে তাঁর খেলা নিয়েও অনিশ্চয়তা নেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আর তো মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। ফিরছে দ্বিতীয় দফার আইপিএল। প্রথম ম্যাচেই মুখোমুখি আরসিবি ও কেকেআর।
  • প্লে অফের অঙ্ক একদিকে। কিন্তু এই ৯ দিনের বিরতির মধ্যে উথালপাতাল ঘটে গিয়েছে ভারতীয় ক্রিকেটে।
  • রোহিত শর্মার পর টেস্ট অবসর নিয়েছেন বিরাট কোহলি।
Advertisement